promotional_ad

সাইফুদ্দিনের অর্ধশতক

মোহাম্মদ সাইফুদ্দিন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় টায়ারের ম্যাচে ঢাকা বিভাগের থেকে ৩৪৬ রানে পিছিয়ে থেকে আজ খেলা শুরু করেছিল চট্টগ্রাম বিভাগ। তবে ৩ উইকেটে ১৩৫ রানে দিন শুরু করা চট্টগ্রাম স্কোরবোর্ডে মাত্র ১৫ রান যোগ করতেই আরও দুটি উইকেট হারিয়ে বসেছে।


অবশ্য এরপর মোহাম্মদ সাইফুদ্দিন এবং মাহিদুল ইসলাম অঙ্কনের দায়িত্বশীল ব্যাটিংয়ে কিছুটা বিপদ কাটিয়ে উঠতে সক্ষম হয় তারা। এরই মধ্যে দারুণ একটি অর্ধশতক তুলে নিয়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। বর্তমানে ক্রিজে ৫৫ রান নিয়ে ব্যাট করছেন তিনি।


কিন্তু ৪৭ রান করা অঙ্কনকে ফিরিয়ে দিয়ে চট্টগ্রামকে আবারও বিপদে ফেলেছেন ঢাকার স্পিনার নাজমুল ইসলাম অপু। অঙ্কনের পর ক্রিজে নেমেছেন নাইম হাসান। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও রানের খাতা খোলেননি তিনি। আর চট্টগ্রামের স্কোর দাঁড়িয়েছে ৬ উইকেটে ২৫০ রান। 


এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের তৃতীয় দিন ওপেনার রনি তালুকদারের দ্বিশতকে ভর করে ১ উইকেটে ৩৮৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছিল ঢাকা বিভাগ। ২২৮ রানের একটি বাম্পার ইনিংস খেলেছিলেন ২৭ বছর বয়সী রনি।



promotional_ad

১৩২ রান নিয়ে তাঁকে ভালোই সঙ্গ দিয়েছেন আরেক ওপেনার আব্দুল মজিদ। এই দুই ওপেনার মিলে ৩৫০ রানের উদ্বোধনী জুটি গড়েছেন গতকাল, যা প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত যা সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। আর তাঁদের এই জুটির সুবাদেই বড় লিডের দেখা পায় ঢাকা। এর আগের রেকর্ডটি ছিল ৩৪১ রানের। ২০১৭ সালের এনসিএলে রাজশাহী ডিভিশনের হয়ে এই জুটি গড়েন নাজমুল হোসেন এবং মিজানুর রহমান। 


এর আগে নিজেদের প্রথম ইনিংসে জুবায়ের হোসেন লিখনের ঘূর্ণিতে মাত্র ২৩৮ রানে অলআউট হয়ে গিয়েছিল ঢাকা ডিভিশন। লিখন ৬১ রানে একাই ৫ উইকেট শিকার করেছিলেন। ৭৪ রানে ৩ উইকেট নিয়ে তাঁকে ভালোই সঙ্গ দিয়েছিলেন নাইম হাসান। 


জবাবে ব্যাটিংয়ে নেমে শাহাদাত হোসেনের বোলিং তোপে পরে মাত্র ১৪২ রানে গুঁটিয়ে যায় চিটাগাংয়ের ইনিংস। ৬২ রানে ৪ উইকেট শিকার করেন এই পেসার। অপরদিকে মোশাররফ রুবেলও নেন ২টি করে উইকেট। 


চট্টগ্রাম বিভাগ একাদশ-


মমিনুল হক (অধিনায়ক), ইরফান শুক্কুর, সাদিকুর রহমান, তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), সাইদ সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, নাইম হাসান, ইরফান হোসেন, হাসান মাহমুদ, জুবায়ের হোসেন লিখন। 



ঢাকা বিভাগ একাদশ- 


শুভাগত হোম, নাদিফ চৌধুরী (অধিনায়ক), মোশাররফ রুবেল, রনি তালুকদার, আব্দুল মজিদ, মোহাম্মদ শরিফ, কাজি শাহাদাত হোসেন, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসান, মাহবুবুল আলম (উইকেটরক্ষক)। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball