জয়ের সুবাস পাচ্ছে আশরাফুলরা

ছবি: উইকেট শিকারের উদযাপনে মোহাম্মদ আশরাফুল

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) দ্বিতীয় টায়ারের ম্যাচে মোহাম্মদ আশরাফুল- মার্শাল আইয়ুবের ঢাকা মেট্রোর বিপক্ষে সুবিধাজনক অবস্থানে নেই সিলেট বিভাগ।
আগের দিনে ছয় উইকেটে ১৩২ রানে থাকা দলটি নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে আজ ২১৫ রানে। এরপরে ২১১ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে আবারও ব্যাটিং করতে নেমেছে তাঁরা।

দিনশেষে তাঁদের সংগ্রহ চার উইকেটের বিনিময়ে ১৪৯ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ধ্বস ঠেকাতে পারেনি তাঁরা। মাত্র ১৪ রানেই তিন উইকেটের পতন হয় তাঁদের।
এরপরে হাল ধরেন জাকির হাসান এবং রাজিন সালেহ। দুজন মিলে ১২২ রানের জুটি গড়েন। ১৫৫ বলে ছয়টি চারের সাহায্যে ৫৩ রান করে অপরাজিত আছেন রাজিন।
তবে ১২৯ বলে নয়টি চারের সাহায্যে ৭২ রান করে আউট হয়েছেন জাকির। দিনশেষে রাজিনের সঙ্গে অলক কাপালি ৯ রানে অপরাজিত আছেন। ঢাকার হয়ে মোহাম্মদ শহিদুল দুটি উইকেট পেয়েছেন।
শেষদিনে মাঠে নামার আগে এখনো ৬২ রানে পিছিয়ে সিলেট। হাতে উইকেট ছয়টি। এই ৬২ রান না করতে পারলে ইনিংসে হারতে হবে তাঁদের।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ- ৪২৬/১০
সিলেট বিভাগ প্রথম ইনিংসঃ- ২১৫/১০
সিলেট বিভাগ দ্বিতীয় ইনিংসঃ- ১৪৯/৪
(জাকির ৭২, রাজিন ৫৩*; শহিদুল ২/২২)