রনি ও মজিদের রেকর্ড জুটিতে এগিয়ে ঢাকা

ছবি: রনি তালুকদার, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় টায়ারের ম্যাচে তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে ঢাকা ডিভিশন। ???ট্টগ্রামের বিপক্ষে বর্তমানে ৩৪৬ রানে এগিয়ে আছে তারা।
এদিন বিনা উইকেটে ১৭৬ রান নিয়ে খেলা শুরু করা ঢাকা ওপেনার রনি তালুকদারের ডাবল সেঞ্চুরিতে ভর করে ১ উইকেটে ৩৮৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করে। ২২৮ রানের একটি বাম্পার ইনিংস খেলেন ২৭ বছর বয়সী রনি।
১৩২ রান নিয়ে তাঁকে ভালোই সঙ্গ দিয়েছেন আরেক ওপেনার আব্দুল মজিদ। এই দুই ওপেনার মিলে ৩৫০ রানের উদ্বোধনী জুটি গড়েছেন আজ যা প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত যা সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। আর তাঁদের এই জুটির সুবাদেই বড় লিড পায় ঢাকা। এর আগের রেকর্ডটি ছিল ৩৪১ রানের। ২০১৭ সালের এনসিএলে রাজশাহী ডিভিশনের হয়ে এই জুটি গড়েন নাজমুল হোসেন এবং মিজানুর রহমান।

ঢাকার এই রানের জবাবে খেলতে নেমে ৩ উইকেটে ১৩৫ রান নিয়ে খেলা শেষ করেছে চিটাগাং। ক্রিজে তাসামুল হক ৩৩ এবং সাইদ সরকার ৬ রানে অপরাজিত আছেন। এছাড়াও মমিনুল হক ইনিংসের শুরুতে করেন ৬২ রান। এছাড়া ওপেনার সাদিকুর রহমানের ব্যাট থেকে এসেছে ২৪ রান।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে জুবায়ের হোসেন লিখনের ঘূর্ণিতে মাত্র ২৩৮ রানে অলআউট হয়ে গিয়েছিল ঢাকা ডিভিশন। লিখন ৬১ রানে একাই ৫ উইকেট শিকার করেছিলেন। ৭৪ রানে ৩ উইকেট নিয়ে তাঁকে ভালোই সঙ্গ দিয়েছিলেন নাইম হাসান।
জবাবে ব্যাটিংয়ে নেমে শাহাদাত হোসেনের বোলিং তোপে পরে মাত্র ১৪২ রানে গুঁটিয়ে যায় চিটাগাংয়ের ইনিংস। ৬২ রানে ৪ উইকেট শিকার করেন এই পেসার। অপরদিকে মোশাররফ রুবেলও নেন ২টি করে উইকেট।
চিটাগাং ডিভিশন একাদশ-
মমিনুল হক (অধিনায়ক), ইরফান শুক্কুর, সাদিকুর রহমান, তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), সাইদ সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, নাইম হাসান, ইরফান হোসেন, হাসান মাহমুদ, জুবায়ের হোসেন লিখন।
ঢাকা ডিভিশন একাদশ-
শুভাগত হোম, নাদিফ চৌধুরী (অধিনায়ক), মোশাররফ রুবেল, রনি তালুকদার, আব্দুল মজিদ, মোহাম্মদ শরিফ, কাজি শাহাদাত হোসেন, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসান, মাহবুবুল আলম (উইকেটরক্ষক)।