রাফসান-রাব্বির ব্যাটে ভালোই জবাব দিচ্ছে বরিশাল

ছবি: ফজলে রাব্বি, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) টায়ার ১ এর ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার আরিফুল হক। বরিশাল ডিভিশনের বিপক্ষে খেলতে নেমে দুর্দান্ত একটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন রংপুরের হয়ে খেলা এই ক্রিকেটার।
আর তাঁর ক্যারিয়ার সেরা ২৩১ রানের এই ইনিংসটির সুবাদে ৫০২ রানের পাহাড়সম পুঁজি পায় রংপুর। জবাবে খেলতে নেমে ২৪ রান করা শাহরিয়ার নাফিসের (২৪) উইকেটটি হারিয়ে দলীয় ৯১ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বরিশাল। ক্রিজে ৫৩ রানে অপরাজিত আছেন ওপেনার রাফসান মাহমুদ। আর তাঁর সঙ্গী হিসেবে আছেন ফজলে রাব্বি (১২)।
এর আগে গতকাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বরিশাল অধিনায়ক কামরুল ইসলাম রাব্বি। রাব্বির আমন্ত্রণে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩০০ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল রংপুর। দলের পক্ষে আরিফুল ছাড়াও দারুণ খেলেছিলেন ওপেনার জাহিদ জাবেদ এবং নাইম ইসলাম। জাবেদ ৬২ এবং নাইম ৯২ রানের ইনিংস খেলেন।

এদিকে বরিশাল ডিভিশনের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩ করে উইকেট পেয়েছেন সোহাগ গাজি এবং মনির হোসেন। এছাড়াও ২টি উইকেট শিকার করতে পেরেছেন অধিনায়ক কামরুল ইসলাম রাব্বি।
রংপুর ডিভিশন একাদশ-
সোহরাওয়ার্দি শুভ, সাজেদুল ইসলাম (অধিনায়ক), নাইম ইসলাম, আরিফুল হক, তানবির হায়দার খান, মাহমুদুল হাসান লিমন, শুভাশিষ রায়, জাহিদ জাবেদ, মিম মোসাদ্দেক, নুর আলম সাদ্দাম, ধিমান ঘোষ (উইকেটরক্ষক)।
বরিশাল ডিভিশন একাদশ-
কামরুল ইসলাম রাব্বি (অধিনায়ক), শাহরিয়ার নাফিস, সোহাগ গাজি, ফজলে রাব্বি মাহমুদ, মনির হোসেন খান, সালমান হোসেন ইমন, রাফসান মাহমুদ, নুরুজ্জামান, শামসুল ইসলাম অনিক (উইকেটরক্ষক), মোহাম্মদ আল-আমিন, লিংকন দে সঞ্জয়।