লিখনের পাঁচ উইকেটের পরেও অস্বস্তিতে চট্টগ্রাম

ছবি: জুবায়ের লিখন

|| ডেস্ক রিপোর্ট ||
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) প্রথম টায়ারের ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে জুবায়ের লিখনের লেগস্পিনে মাত্র ২৩৮ রানেই অলআউট হয়ে গিয়েছে ঢাকা বিভাগ।
যদিও স্বাচ্ছন্দ্যে নেই চট্টগ্রামও! দিনের শেষে চট্টগ্রামের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ২৫ রান। ৫ রান তুলতেই দুই উইকেট হারিয়েছিল চট্টগ্রাম। কাজী শাহাদাত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে শুন্য রানেই বিদায় নেন ইরফান শুক্কুর এবং মমিনুল হক।

দুই রানে ব্যাট করছেন তাসামুল হক। তাঁর সঙ্গী ওপেনার সাদিকুর রহমান (২৩*)। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল ঢাকা। ৮৩ রানের উদ্বোধনী জুটিও গড়েছে তাঁরা।
কিন্তু নাঈম হাসান এবং জুবায়ের লিখনের বলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তাঁরা। এদিনে রনি তালুকদার করেন ৫৯ রান। এছাড়া দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন তাইবুর রহমান।
সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৩৪ রান। চট্টগ্রামের বোলারদের হয়ে ১৬ ওভারে ৬১ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন লিখন। ঢাকার প্রথম তিন ব্যাটসম্যানের উইকেট নেন নাঈম হাসান। দুইটি উইকেট নেন হাসান মাহমুদ।
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- চট্টগ্রাম
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ- ২৩৮/১০ (৮১ ওভার)
(তাইবুর ৬৩, রনি ৫৯, সাইফ ৩৪; লিখন ৫/৬১, নাঈম ৩/৭৪)
চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ- ২৫/২ (৭ ওভার)
(সাদিকুর ২৩*; শাহাদাত ২/১৮)