আঁধারে আলো ছড়াচ্ছে পেসাররা

ছবি: রুবেল হোসেন

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং চরম অধারাবাহিকতার পরিচয় দিয়েছে। তিন ম্যাচেই উপরের সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। তবে বরাবরের মতই ধারাবাহিক বাংলাদেশের বোলাররা।

বিশেষ করে পেসারদের পারফর্মেন্স চলতি বছরের শুরু থেকেই আশা জাগানিয়া। এমনকি পরিসংখ্যানও বলছে এমন কথা।
২০১৮ সালে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম গড়ে বোলিং উইকেট শিকার করেছেন বাংলাদেশের পেসাররাই! বাংলাদেশের পেসারদের গড় ২১.৯।
তালিকায় দ্বিতীয়তে আছেন শ্রীলঙ্কান পেসাররা, ২৪.৪। এরপরে ২৬.৪ গড়ে তালিকার তৃতীয় স্থানে আছে এশিয়ার আরেকটি দল, পাকিস্তান।
জানিয়ে রাখা ভাল, চলতি বছরের শুরুতেই শ্রীলংকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলদেশ। এরপরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে খেলেছে তিনটি ওয়ানডে।
আর এই ম্যাচগুলোতে ভাল খেলেই এই রেকর্ডটি গড়েছে তারা। মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেনে গড়া পেস লাইনআপে আরও ভাল কিছু করার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।