আইসিসি র‍্যাঙ্কিং

৬৯ ধাপ এগিয়ে ৩ নম্বরে তিলক, শীর্ষস্থান ফিরে পেলেন হার্দিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:29 বুধবার, 20 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটে-বলে ভারতের অন্যতম সেরা পারফর্মার হার্দিক পান্ডিয়া। ধারাবাহিকভাবে পারফর্ম করেও আইসিসির র‍্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলতে পারছিলেন না এই ভারতীয় ক্রিকেটার। অবশেষে সাউথ আফ্রিকা সিরিজে পারফর্ম করে র‍্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার।

লিয়াম লিভিংস্টোনকে টপকে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের শীর্ষস্থান আবারও দখল করেছেন হার্দিক। এর মধ্যে দিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠলেন এই ভারতীয় অলরাউন্ডার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে গত জুলাইয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন হার্দিক।

কদিক আগেই সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ভারত। এই সিরিজে ব্যাটে বলে পারফর্ম করে আবারও নিজের শীর্ষস্থানে ফিরেছেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন হার্দিক। আর সিরিজ জয় নিশ্চিতের ম্যাচে তিন ওভার বোলিং করে ৮ রানে নিয়েছিলেন ১ উইকেট।

সব মিলিয়ে ২৪৪ রেটিং পয়েন্ট পেরিয়ে দুই ধাপ পেরিয়ে শীর্ষে উঠে এসেছেন এই ভারতীয় তারকা। ভারত যখন সাউথ আফ্রিকা সিরিজে ব্যস্ত ইংল্যান্ড তখন ব্যস্ত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে। ব্যাটে বলে পারফর্ম করলেও কার্যকরীতার দিক দিয়ে পিছিয়ে থেকে র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে লিভিংস্টোনের।

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি হয় বৃষ্টিতে পণ্ড। বাকি চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। এর মধ্যে একটিতে অপরাজিত ২৩ রান, বাকি দুই ম্যাচে ৩৯ ও ৪ রান করে করেন লিভিংস্টোন। আর বল হাতে চার ম্যাচে তার শিকার ৩ উইকেট।।

মূলত ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অবদান রাখতে না পারার কারণেই পিছিয়ে গেছেন লিভিংস্টোন। ২৩০ রেটিং পয়েন্ট নিয়ে লিভিংস্টোন নেমে গেছেন তিন নম্বরে। ২৩১ রেটিং নিয়ে দুই নম্বরে আছেন নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরে।

এদিকে প্রোটিয়াদের বিপক্ষে ২ সেঞ্চুরিসহ মোট ২৮০ রান করা তিলক বার্মা এগিয়েছেন ৬৯ ধাপ। তিনি উঠে এসেছে ব্যাটারদের তালিকায় তিন নম্বরে। তিনি পেছনে ফেলে দিয়েছেন আরেক ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদবকে। তিলককে তিন নম্বরে যায়গা দিতে এক ধাপ নিচে নেমে যেতে হয়েছে সূর্যকুমারকে।

অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন ট্রাভিস হেড। আর দুই নম্বরে ফিল সল্ট। বোলারদের তালিকায় শীর্ষে আছেন আদিল রশিদ। দুই নম্বরে ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনকে পেছনে ফেলে ৫ ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা।