বোর্ডার-গাভাস্কার সিরিজ

গিলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:46 বুধবার, 20 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন রোহিত শর্মা। পরিবারের কাছে থাকতে তিনি অজিদের বিপক্ষে প্রথম টেস্টে থাকবেন না সেটা আগেই জানা গেছে। এদিকে প্রস্তুতি ম্যাচে লোকেশ রাহুল ও শুভমান গিলের চোট বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য।

এ কারণে তাদের একাদশ কেমন হবে তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। অবশ্য ভারতের পেস বোলিং কোচ মরনে মর্কেল জানিয়েছেন গিলের জন্য ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষায় থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গিল আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচে স্লিপে ফিল্ডিংয়ের সময় আঘাত পান।

এরপর দ্রুতই মাঠ ছাড়তে দেখা যায় তাকে। স্ক্যান করানোর পর জানা যায় তার বৃদ্ধাঙ্গুলে চিড় ধরা পড়েছে। ফলে প্রথম টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। অবশ্য গিলকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন মর্কেল। তিনি আশাবাদী গিল প্রথম ম্যাচে খেলতে পারবেন।

এ প্রসঙ্গে ভারতের এই কোচ বলেন, 'শুভমান প্রতিদিন উন্নতি করছে। নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে সে বাজেভাবে আঘাত পেয়েছে। আমার মনে হয়, তাকে একেকটি দিন ধরে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তার সেরে ওঠার ব্যাপারে আশা করা হচ্ছে। আমরা টেস্ট ম্যাচের সকাল পর্যন্ত তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করব।'

রোহিত-গিলরা না থাকলে ভারতের ব্যাটিং অর্ডারে অভিজ্ঞতার ঘাটতি দেখা যাবে নিশ্চিতভাবেই। এমনটা হলে ভারতের ঘাবড়ানোর কিছু দেখছেন না মর্কেল। তিনি মনে করেন এটা হবে তরুণ ক্রিকেটারদের জন্য একটি শিক্ষার মঞ্চ। দল হিসেবে ভারত চ্যালেঞ্জের জন্য উদগ্রীব হয়ে আছে বলে জানালেন মর্কেল।

তিনি বলেন, 'তরুণদের জন্য এটা দারুণ শিক্ষণীয় ব্যাপার হবে, যারা মানসম্পন্ন টেস্ট বোলিং আক্রমণের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাবে। অস্ট্রেলিয়া খুব বেশি খারাপ বল করবে না। তবে দলের মধ্যে ভালো নেতৃত্ব আছে, যারা তরুণদের স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। দল হিসেবে আমরা সবাই চ্যালেঞ্জের জন্য রোমাঞ্চিত।'