ইংল্যান্ড ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টোকস-রুটের প্রত্যাবর্তন অনিশ্চিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:14 মঙ্গলবার, 19 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত ওভারের দুই ফরম্যাটে বেন স্টোকস ও জো রুটের পথচলা অনেকদিন ধরেই থমকে আছে। কিছুদিন আগেও শোনা যাচ্ছিল এই দুই অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে ওয়ানডে দলে ফিরবেন। যদিও পুরো ব্যাপারটি এখন কেবলই ধোঁয়াশা।

ইংল্যান্ডে সাদা বলের অধিনায়ক জস বাটলার জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বর্তমান ওয়ানডে দল নিয়ে তিনি আশাবাদী। এর বাইরে স্টোকস বা রুটদের নিয়ে চিন্তাভাবনা দেখা যায়নি তার কথায়। ওয়ানডে ও টি-টোয়েন্টির নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি।

বাটলার বলেন, 'আমি ঠিক জানি না। অবশ্যই ব্রেন্ডন ম্যাককালাম তিন সংস্করণের দায়িত্বে আসছেন এবং ছেলেদের সঙ্গে তিনি যোগাযোগ করবেন। দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে আগামী কয়েক সপ্তাহে আলোচনার বিষয় এটি।'

'এখানে ছেলেরা সত্যিই ভালো খেলছে। এমন কিছু খেলোয়াড় আছে, যারা এখানে (ওয়েস্ট ইন্ডিজে) নেই, যাদের সাদা বলের দলে থাকার আকাঙ্ক্ষা আছে। সত্যিই রোমাঞ্চকর ব্যাপার।'

ভারতে গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাটে আর দেখা যায়নি স্টোকস এবং রুটকে। আর টি-টোয়েন্টিতে বহুদিন দলের বাইরে রুট। তিনি দেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৯ সালে।

এদিকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হাফ সেঞ্চুরি করে দলের শিরোপা জয়ে অবদান রাখার পর এই ফরম্যাটে খেলেননি স্টোকসও। মূলত টেস্ট ক্রিকেটে পুরোপুরি সময় দেয়ার কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দেখা যায়নি তাদের।