|| ডেস্ক রিপোর্ট ||
তিন সংস্করণেই পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন আকিব জাভেদ! এমন গুঞ্জন ছিল আগে থেকেই। অবশেষে সেই গুঞ্জনের খানিকটা সত্য হয়েছে। তিন সংস্করণে না হলেও পাকিস্তানের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হয়েছেন তিনি। আগামী২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিদের সঙ্গে কাজ করবেন আকিব।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্যারি কারস্টেনকে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে অস্ট্রেলিয়া সফরের আগে হুট করেই পাকিস্তানের চাকরি ছেড়ে দেন ভারতকে বিশ্বকাপ জেতানো এই কোচ। কারস্টেন ঠিক কী কারণে চাকরি ছেড়েছেন তা এখনও নিশ্চিত নয়। সাউথ আফ্রিকান এই কোচের সরে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন রমিজ রাজা থেকে শোয়েব আখতাররা।
কারস্টেন সরে যাওয়ায় অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় জেসন গিলেস্পিকে। টেস্টের পাশাপাশি আগামী চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত সাদা বলের ক্রিকেটের দায়িত্ব পালন করতে বলা হয় তাকে। এমন দায়িত্বের জন্য পিসিবির কাছে বাড়তি পারিশ্রমিক চেয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। তবে গিলেস্পিকে বাড়তি পারিশ্রমিক দিতে অপারগতা জানায় পিসিবি।
এমন অবস্থায় চাকরি হারাতে হচ্ছে গিলেস্পিকে। অস্ট্রেলিয়া সফর শেষে চাকরি হারানোর কথা থাকলেও সাউথ আফ্রিকা সফর পর্যন্ত টেস্ট দলের দায়িত্বে থাকবেন তিনি। তার সঙ্গে বনিবনা না হওয়ায় আকিবকে সাদা বলের ক্রিকেটের দায়িত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আগামী তিন মাস পাকিস্তান দলের সঙ্গে কাজ করবেন সাবেক এই পেসার। ১০-১৫ দিনের মাঝে প্রধান কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করবে পিসিবি।
যদিও চ্যাম্পিয়নস ট্রফির পরই নতুন প্রধান কোচ হিসেবে কাউকে নিয়োগ দেবে তারা। এ প্রসঙ্গে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘আমরা সাময়িকভাবে আকিব জাভেদকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচের দায়িত্ব নিতে বলেছি। আমরা খুব তাড়াহুড়া করে অন্য কোচ আনতে চাই না, যিনি উপযুক্ত হবেন না। এই তিন মাসের বিরতির সময়টায় আকিব কাজ করবে।’
‘সে অবশ্যই অন্য দিক নিয়ে কাজ করতে চায়। কিন্তু আমরা তাকে প্রধান কোচ হিসেবে তিন মাস কাজ করার জন্য অনুরোধ করেছিলাম এবং এরপর আমরা দেখব সে কী করতে চায়। আকিব শুধু সাদা বলের কোচ এবং কেবলমাত্র অন্তর্বর্তীকালীন। আগামী ১০-১৫ দিনের মধ্যে একজন প্রধান কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করব, যাতে আমরা অনুসন্ধান করতে পারি এবং একজন ভালো প্রধান কোচ খুঁজে পেতে পারি।’
বর্তমানে পাকিস্তানের নির্বাচক কমিটিতে কাজ করবেন আকিব। অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নিলেও দল নির্বাচনে ভূমিকা রাখতে পারবেন তিনি। এদিকে কোচ হিসেবে আকিবের প্রথম অ্যাসাইনমেন্ট জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। পরবর্তীতে সাউথ আফ্রিকায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির আগে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকাকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজও খেলবে তারা। ফলে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য বেশ ভালো সময়ই পাচ্ছেন আকিব।