|| ডেস্ক রিপোর্ট ||
টানা তিন ম্যাচ জিতে সিরিজ আগেই জিতে নিয়েছে ইংল্যান্ড। শেষ দুটি ম্যাচ তাই কেবলই ছিল আনুষ্ঠানিকতা। শেষ দুটির একটি ম্যাচ জিতে অবশ্য তাক লাগিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ ম্যাচটিতে জিতল না কেউই। পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত হলো বৃষ্টিতে।
সোমবার ভোরে খেলা শেষ হওয়ার আগে পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ২০ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন এভিন লুইস। আর ১০ বলে ১৪ রানে ছিলেন শাই হোপ।
বৃষ্টির কারণে আর একটি বলও মাঠে গড়ায়নি। সিরিজ জিতে দারুণ সন্তুষ্ট জস বাটলার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরেছেন ইংল্যান্ডের এই অধিনায়ক। দাপুটে জয়ে তাই উচ্ছ্বসিত তিনি।
বাটলার বলেন, '(সিরিজ জিতে) উচ্ছ্বসিত আমরা… সিরিজের শুরুটা আমরা দুর্দান্ত করেছি। পাওয়ার প্লেতে উইকেট নিয়েছি, সাকিব সুর বেঁধে দিয়েছে, সিরিজজুড়ে অনেকে অবদান রেখেছে, সবার জন্যই সন্তুষ্ট আমি। যা পেতে চেয়েছি, সবই পেয়েছি (সিরিজ থেকে)। সবচেয়ে বড় কথা, জয়ের অভ্যাসটা ফিরে পেয়েছি আমরা।'
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েলও ইংল্যান্ডকে প্রাপ্য কৃতিত্ব দেন। একইসঙ্গে নিজেদের ভুলগুলোর কথাও অকপটে স্বীকার করেন এই অধিনায়ক। দলের বোলারদের জ্বলে ওঠার অপেক্ষায় তিনি।
পাওয়েল বলেন, 'আমাদের জন্য কঠিন সিরিজ। জস ও তার দলের অনেক কৃতিত্ব প্রাপ্য। আমরা বিচ্ছিন্নভাবে ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু লম্বা সময় তা ধরে রাখতে পারিনি। কী হচ্ছে, এটা বুঝে উঠতেই তিন ম্যাচ চলে গেছে আমাদের।'
'বোলিং গ্রুপ হিসেবে কিছু জায়গায় আরও ধারাল হতে হবে আমাদের। ক্যারিবিয়ানের অনেক ক্রিকেটার আমরা বিভিন্ন লিগে খেলে বেড়াই। কিন্তু যোগাযোগটা ঠিক রাখতে হবে আমাদের এবং খেলতে প্রস্তুত থাকতে হবে। তবে আবারও বলছি, জস ও তার দলের অনেক কৃতিত্বই প্রাপ্য।'