|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে রাজশাহী বিভাগকে মাত্র ১১২ রানে গুঁড়িয়ে দিয়েছিলেন ফাহাদ হোসেন। বাঁহাতি পেসারের পর চট্টগ্রামের হয়ে দাপট দেখালেন আরেক পেসার আহমেদ শরীফ। ৪৭ রানে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন তরুণ এই পেসার। শরীফের এমন বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে রাজশাহী। চট্টগ্রামের চেয়ে ৬২ রানে এগিয়ে থাকলেও হারের দুয়ারে তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগের দিনের ৮ উইকেটে ১৭৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন শামীম হোসেন পাটোয়ারী ও আশরাফুল হাসান। তাদের দুজনের ব্যাটেই একটু একটু করে এগিয়ে যেতে থাকে স্বাগতিকরা। যেখানে বেশি অবদান রেখেছেন শামীম। ১৯ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করা বাঁহাতি এই ব্যাটার সকালের শুরুতে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। ৮০ বলে পঞ্চাশ ছোঁয়া শামীম পথ দেখাতে থাকে চট্টগ্রামকে।
বাঁহাতি ব্যাটারকে সঙ্গ দেয়া আশরাফুল টিকে ছিলেন অনেকটা সময়। ৬১ বলে ১০ রান করা ব্যাটারকে ফিরিয়েছেন স্পিনার সানজামুল ইসলাম। আশরাফুল ফেরার একটু পর আউট হয়েছেন ফাহাদ। চট্টগ্রামকে ১৫০ রানের লিড এনে দিয়ে অপরাজিত ছিলেন শামীম। বাঁহাতি ব্যাটার খেলেছেন ১২৮ বলে ৮৪ রানের ইনিংস। রাজশাহীর হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সাব্বির হোসেন এবং ওয়াসি সিদ্দিকী। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন ওয়ালিদ, মোহর শেখ, এসএম মেহেরব ও সানজামুল।
১৫০ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। ইনিংসের নবম ওভারে নাঈম হাসানের বলে বোল্ড হয়েছেন রহমতউল্লাহ আলী। তার ব্যাট থেকে এসেছে ৯ রান। তিনে নেমে তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন সাব্বির। তারা দুজনে মিলে যোগ করেন ৪৪ রান। জুটির পঞ্চাশ হওয়ার আগেই তানজিদকে ফেরান শরীফ। ডানহাতি পেসারের বলে শামীম মিয়ার হাতে ক্যাচ দিয়েছেন ৪০ রানের ইনিংস খেলা এই ওপেনার।
চারে নেমে টিকতে পারেননি মেহেরব। দলের রান একশ হওয়ার আগেই ৪ রানে ফিরেছেন তরুণ এই ব্যাটার। আরও একবার ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন প্রীতম কুমার। তরুণ উইকেটকিপার ব্যাটার প্রীতম করেছেন ২২ রান। সবার ব্যর্থতার মাঝে রাজশাহীর একমাত্র ব্যাটার হিসেবে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি পেয়েছেন সাব্বির। ৬৬ বলে হাফ সেঞ্চুরি পাওয়া ডানহাতি ব্যাটার
অবশ্য সাজঘরে ফিরেছেন ৫৪ রানে ইরফান হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।
ব্যর্থতার পাল্লা ভারী করে আউট হয়েছেন গোলাম কিবরিয়া, অধিনায়ক সানজামুল এবং ওয়াসি। পেসার ওয়ালিদকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন ৪২ রানে অপরাজিত থাকা শাখির হোসেন শুভ্র। রাজশাহীর লিড বাড়িয়ে নিতে তৃতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামবেন তারা দুজন। চট্টগ্রামের হয়ে এদিন শরীফের ৫ উইকেটর পাশাপাশি দুটি উইকেট পেয়েছেন ইরফান। একটি উইকেট শিকার করেছেন নাঈম।