|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকির চোটে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই চোটে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্ত ছিটকে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
শান্তর চোট নিয়ে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘গতকাল শারজাহতে শান্তর একটা এমআরআই করানো হয়। আমরা দলের ফিজিও রিপোর্ট পেয়েছি। যাতে তার কুঁচকিতে গ্রেড টু স্ট্রেইন আছে। এটা সারতে তার বিশ্রাম ও পুনর্বাসন দরকার। সে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে তো বটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবে না। দুই সপ্তাহ পর আমরা তার অবস্থা খতিয়ে দেখব। সংযুক্ত আরব আমিরাত থেকে সে দেশে ফিরে পুনর্বাসন শুরু করবে।’
৯ নভেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৬৮ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শান্ত। ব্যাট হাতে তিনি সেই ম্যাচে করেন ১১৯ বলে ৭৬ রান। জিতেছিলেন ম্যাচসেরার পুরষ্কারও। কিন্তু সে ম্যাচেই কুঁচকির চোট পান তিনি।
আফগানদের ইনিংসের ২৩তম ওভারে নাসুম আহমেদের করা টসড আপ ডেলিভারিতে কাভার দিয়ে ড্রাইভ করেছিলেন রহমত শাহ। সেখানে ফিল্ডিং করা শান্ত সেই বল ঠেকিয়ে দেন। তবে বল ফেরাতে গিয়ে বাম পায়ে চোট পান বাংলাদেশ অধিনায়ক।
এরপর ফিজিও এগিয়ে এসে তাকে সেবা শুশ্রূষা করলেও খুব একটা ভালো অনুভব না করায় মাঠ ছাড়তে বাধ্য হন শান্ত। সেই সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। বাকি সময়টায় বাংলাদেশ দলের নেতৃত্বভার সামলেছেন সহ-অধিনায়ক মিরাজ।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমেরও। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কিপিং করতে গিয়ে আঙুলে চোট পান মুশফিক। ইনজুরি নিয়েই সেই ম্যাচে খেলেন তিনি।
এরপর আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই ম্যাচ থেকে ছিটকে যান তিনি। এবার জানা গেল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না মুশফিকেরও।
অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৩০ নভেম্বর জ্যামাইকায়।