|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলে ছিলেন না জাকের আলী অনিক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ‘পারফেক্ট’ ফিনিশারের ভূমিকা পালন করেও জাতীয় দলে সুযোগ না পাওয়ায় নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু প্যানেলের দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন। জাকেরের চেহারা খানিকটা কালো হওয়ায় বোর্ড তাকে দেখে না বলেও অভিযোগ করেছিলেন কুমিল্লার সেই সময়ের প্রধান কোচ।
যদিও সালাহউদ্দিনের এমন মন্তব্যের কদিন পরই জাতীয় দলের দরজা খুলে জাকেরের। আলিস আল ইসলামের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়েছিলেন তরুণ এই উইকেটকিপার ব্যাটার। সিলেটে নিজের অভিষেক ম্যাচেই খেলেছিলেন ৬৮ রানের ইনিংস। অভিষেকের পর অবশ্য আর কখনও হাফ সেঞ্চুরির দেখা পাননি জাকের। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৯ টি-টোয়েন্টি খেলা জাকের ২৫৪ রান করেছেন। ২৩.০৯ গড়ের সঙ্গে ডানহাতি ব্যাটার ব্যাটিং করেছেন ১১৬.৫১ স্ট্রাইক রেটে।
অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৮ ম্যাচে জাকেরের ইনিংস শেষ হয়েছে দুই অঙ্ক ছোঁয়ার আগেই। এমন অধারাবাহিকতার পর সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় সমালোচনাটা আরও বেশি শুনতে হয়েছে জাকেরকে। তরুণ উইকেটকিপার ব্যাটারের সঙ্গে সালাহউদ্দিনকে টেনে এনেছেন সমর্থকরা। এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অভিষেকে অপরাজিত ৩৭ রান করেছেন জাকের।
একই ম্যাচে বছরখানেক পর দলে ফেরা নাসুম ব্যাটিংয়ে ২৫ রান করার পাশাপাশি নিয়েছেন তিনটি উইকেটও। এমন পারফরম্যান্সের পর সালাহউদ্দিনের কাছে জানতে চাওয়া হয়েছিল তাদের পারফরম্যান্সের নিয়ে। এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ অনুরোধ করেছেন কাউকে এত তাড়াতাড়ি হিরো কিংবা ভিলেন না বানাতে। সেই সঙ্গে সবাইকে এটাও মনে করিয়ে দিয়েছেন, অনেকে এসেই সফল হয় আবার কেউ সফল হতে একটু সময় নেন।
সালাহউদ্দিন বলেন, ‘দেখুন, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব আপনারা কেউ কাউকে তাড়াতাড়ি হিরো বানাইয়েন না, কাউকে তাড়াতাড়ি ভিলেন বানাইয়েন না। যখন একটা ছেলে আসে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে, অনেক পারফর্ম করেই কিন্তু দলে আসে। সে অনেক স্ট্রাগল পিরিয়ড পার করে আসে। আন্তর্জাতিক ক্রিকেটে অনেকের হয়ত লেগে যায় সফল হতে। আবার অনেকেই হয়ত এসেই সফল হয়ে যায়। তখন কিন্তু আপনারা হিরো বানিয়ে ফেলেন তারপরে দেখেন ২ ম্যাচে রান করেনি তখন আবার ভিলেন বানিয়ে ফেলেন।’
এমন অবস্থায় মিডিয়াকে বড় ভূমিকা রাখতে বলছেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘আমার মনে হয় এখানে আপনাদের একটা বড় ভূমিকা আছে। খুব তাড়াতাড়ি কাউকে হিরো বানাইয়েন না, তাড়াতাড়ি কাউকে জিরো বানাইয়েন না। ছেলেদেরকে একটু সময় দেন, বিশেষ করে নতুন খেলোয়াড় যারা আছে তাদেরকে একটু সময় দেন। তখন তাদের জন্য সুবিধা হবে। কারণ অনেক সময় চাপ বিশেষ করে মিডিয়ার চাপ সামলাতে পারে না। অনেকে পারে আবার অনেকে পারে না। সবাই তো একই রকম মানসিকতা নিয়ে গড়ে উঠেনি।’