ওয়েস্ট ইন্ডিজ- ইংল্যান্ড সিরিজ

‘এমন আচরণ গ্রহণযোগ্য নয়’, জোসেফকে নিয়ে স্যামি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:43 বৃহস্পতিবার, 07 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে ঘটে গেছে অদ্ভুতুড়ে এক ঘটনা। ম্যাচ চলাকালে ক্যারিবিয়ান দলপতি শাই হোপের সিদ্ধান্ত না মানতে পেরে মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন তারই সতীর্থ আলজারি জোসেফ। আট উইকেটে ম্যাচ জয়ের দিনে এই ঘটনার নিন্দা জানিয়েছেন ক্যারিবিয়ানদের প্রধান কোচ ড্যারেন স্যামি।

ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে ইংল্যান্ডের রান ছিল ৩ ওভারে এক উইকেট ১০। ঠিক এই সময়টায় কোনো বিষয়ে হোপের সিদ্ধান্ত মানতে পারছিলেন না জোসেফ।

মাঠে ইশারায় তিনি কিছু একটা দেখাচ্ছিলেন। ধারাভাষ্যকাররাও এটা বুঝতে পেরে আলোচনা চালাচ্ছিলেন। ওই ওভারের চতুর্থ বলে জর্ডান কক্সকে আউট করে দেন জোসেফ। ঘণ্টায় ১৪৮ কিলোমিটারের চেয়ে বেশি গতির সেই বলটি কক্সের গ্লাভস ছুঁয়ে উইকেটরক্ষক হোপের হাতে চলে যায়।

দারুণ এই উইকেটটি ঝুলিত নিয়েও তেমন কোনো উদ্‌যাপন করেননি জোসেফ। উল্টো উদ্‌যাপনের সময় একাদশের বাইরে থাকা একাধিক ক্রিকেটার মাঠে ঢুকলে তাদের ওপর ক্ষোভ ঝাড়েন এই পেসার। সেই ওভার শেষ মাঠ ছেড়েই বেরিয়ে যান জোসেফ। তাকে বুঝিয়েও সেই ওভারে মাঠে প্রবেশ করাতে পারেননি স্যামি। ১০ জন নিয়েই ফিল্ডিং করে দল।

জোসেফের এমন আচরণ প্রসঙ্গে স্যামি বলেন, 'এই ধরনের আচরণ খেলার মাঠে গ্রহণযোগ্য নয়। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে... এই সংস্কৃতিটাই আমি তৈরি করতে চাচ্ছি। এটা অবশ্যই অগ্রহণযোগ্য। আমরা অবশ্যই এটা নিয়ে কথা বলব।'

'যত কঠিন কথাবার্তাই হোক না কেন সেটা করব। তবে এমন একটা উপায়ে যেন সবাই বুঝতে পারে কী করা উচিত। সঠিক পথে ছেলেরা যদি ধীরে ধীরে উন্নতি করে তাহলে সেটা আমাকে গর্বিত করে।'

জোসেফ অবশ্য এক ওভার পর মাঠে ফেরেন। তবে প্রথম দুই ওভারে দুই রান দেয়া এই পেসার আবার বোলিংয়ে আসেন ইনিংসের ১২তম ওভারে। ম্যাচটিতে ১০ ওভার বোলিং করে ৪৫ রান দিয়েছেন এই ক্রিকেটার, নেন দুই উইকেট।