promotional_ad

স্টোকসের বাড়িতে গহনা চুরি, মূল্যবান জিনিসপত্রও গায়েব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কিছুদিন আগেই পাকিস্তান সফরে ছিল ইংল্যান্ড দল। দলের সঙ্গে পাকিস্তানে ছিলেন অধিনায়ক বেন স্টোকস। সেই সময়ে ইংল্যান্ডে তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত ১৭ অক্টোবর কয়েকজন মুখোশধারী চোর ক্যাসেল ইডেন এলাকায় তার বাড়ি থেকে গয়না এবং মূল্যবান জিনিসপত্র চুরি করেছে।


স্টোকসের চুরি হয়ে যাওয়া জিনিসের মধ্যে আছে ২০২০ সালে সম্মানসূচক অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পদক, ইংল্যান্ড ক্রিকেটের আংটি এবং সিংহের মাথার ডিজাইনে বানানো একটি দামি নেকলেস। এ ছাড়া নগদ অর্থও চুরি হয়েছে বলে জানা গেছে।


promotional_ad

স্টোকস পাকিস্তানে থাকলেও সে সময়ে তার বাড়িতে ছিলেন তার স্ত্রী ক্ল্যারি, দুই সন্তান লেটন ও লিবি। তাদের কেউই শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি। যদিও এমন বাজে ঘটনার মানসিক প্রভাব তাদের ওপর পড়েছে বলে জানিয়েছেন স্টোকস।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টোকস পুরো ঘটনা জানিয়ে লিখেন, ‘সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, ঘটনাটি ঘটেছে তখন, যখন আমার স্ত্রী ও ছোট দুটি বাচ্চা বাসায় ছিল। আমার পরিবারের কেউ শারীরিকভাবে আঘাত পায়নি, এটাই স্বস্তি। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনা তাদের অনুভূতি ও মানসিকভাবে আঘাত করেছে। আমরা এখন ভাবছি, পরিস্থিতি কতটা খারাপ হতে পারত।’


‘চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের ছবি প্রকাশ করছি। আশা করছি, এগুলো হয়তো সহজে চেনা যাবে। এর মাধ্যমে যারা এই ঘটনায় জড়িত, তাদের আমরা খুঁজে বের করতে পারব। যদিও আমরা অনেক কাছের সম্পত্তি হারিয়েছি, এসব জিনিস উদ্ধারের জন্য এই ছবিগুলো প্রকাশ করা হয়নি। আমার উদ্দেশ্য যিনি এই কাজ করেছেন, তাকে খুঁজে বের করা।’


এদিকে পাকিস্তান সফরও ভালো যায়নি স্টোকসের। কেননা ফলাফল তাদের পক্ষে যায়নি। প্রথম টেস্ট ম্যাচটি জিতলেও পরের দুটি টেস্টে পাকিস্তানের কাছে হেরে সিরিজও খুইয়েছে দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball