বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজ

বিশ্বাসের ভেলায় চড়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:00 বুধবার, 23 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। জবাবে ৩০৮ রান তুলে ২০২ রানের লিড নিশ্চিত করে সাউথ আফ্রিকা। দুই দলের প্রথম ইনিংসের পর মনে হচ্ছিল বাংলাদেশ ইনিংস হারের লজ্জায় পড়তে যাচ্ছে।

তবে সেটা হতে দেননি মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ৮১ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। যদিও ৩ উইকেট ১০১ রান নিয়ে দিনের খেলা শুরু করা বাংলাদেশ ১১২ রান তুলতেই হারায় আরও ৩ উইকেট।

এরপর ১৩৮ রানের জুটি গড়ে মিরাজ ও জাকের বাংলাদেশকে ম্যাচে রেখেছেন। জাকের ৫৮ রান করে ফিরে গেলেও মিরাজ অপরাজিত আছেন ৮৭ রান করে। তার সঙ্গী নাইম হাসান। তিনি ব্যাট করছেন ১৬ রান নিয়ে। এমন পরিস্থিতিতেও বিশ্বাসের ভেলায় চড়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেছেন, 'আমার দৃষ্টিকোণ থেকে বলব আমাদের বিশ্বাস রাখতে হবে। যেকোনো পরিস্থিতিতে বিশ্বাস আছে। যখন বিশ্বাস থাকে যেকোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করতে পারবেন। আমাদের যতটা বেশি সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে হবে। নিয়মিত রান বাড়াতে হবে। লিড যতটা বড় করা যায় করতে হবে।'

শেষ ৩ উইকেটে লিড দুশোর বেশি নিয়ে যাওয়াও সম্ভব বলে মনে করেন মুশতাক। পরিস্থিতি যেমনই দলের ক্রিকেটারদের প্রতি বিশ্বাস আছে এই টাইগার কোচের। ফলের কথা না ভেবে শেষ পর্যন্ত লড়াই চালু রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের স্পিন কোচ।

তিনি বলেছেন, 'এই বিশ্বাস আছে (দুইশোর বেশি লিড দেওয়া)। কোচিং স্টাফ ও খেলোয়াড়রা বিশ্বাস করতে শুরু করেছে। ক্রিকেটে আপনাকে যেকোনো পরিস্থিতিতে বিশ্বাস রাখতে হবে। আমরা ফলের কথা না ভেবে লড়াই ও প্রক্রিয়া ঠিক রাখব। বিশ্বাস থাকলেই ঘুরে দাঁড়িয়ে লড়াই করা যায়।'

বাংলাদেশের জেতার সম্ভাবনার কথাও জোর দিয়ে বলেছেন মুশতাক। হাল না ছাড়ার প্রত্যয় নিয়ে তিনি বলেছেন, 'কেন নয় (জেতা)। আপনাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে প্রক্রিয়া ঠিক রাখা ও হাল ছেড়ে না দেওয়া। যখন আপনি হাল ছাড়বেন না, প্রতিপক্ষ আপনাকে সমীহ করা শুরু করবে।'