রঞ্জি ক্রিকেট

রঞ্জি থেকেও বাদ পৃথ্বী শ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:39 বুধবার, 23 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

অধিনায়ক হিসেবে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন পৃথ্বী শ। এরপর ধারাবাহিকভাবে পারফর্ম করে ভারতের জাতীয় দলেও জায়গা করে নিয়েছিলেন তিনি। টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছিলেন এই ব্যাটার। যা এখনও ভারতের হয়ে টেস্ট অভিষেকে সর্বকনিষ্ট ব্যাটারের রেকর্ড হিসেবে টিকে আছে। পৃথ্বী দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে জানান দিয়েছিলেন তিনি দুনিয়া জয় করতেই এসেছেন। 

পৃথ্বীকে নিয়ে একবার রবি শাস্ত্রী মন্তব্য করেছিলেন, তার মাঝে শচিন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ ও ব্রায়ান লারার প্রতিচ্ছবি দেখেন তিনি। নিজেদের সেরা সময়ে এই তিন ব্যাটারই বোলারদের নিয়ে রিতিমতো ছেলেখেলা করেছেন। তাদের সব গুণ রবি শাস্ত্রী দেখেছিলেন পৃথ্বীর মাঝে। তবে সাবেক এই ভারতীয় কোচকে মিথ্যে প্রমাণ করেছেন পৃথ্বী। ধারাবাহিকতার অভাবে জাতীয় দল থেকে বাদ পড়েছেন অনেক আগে। এবার মুম্বাইয়ের রঞ্জি ট্রফির দল থেকেও বাদ পড়েছেন এই ভারতীয় ব্যাটার।

এর মূল কারণ ফিটনেস। সেই সঙ্গে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগও রয়েছে এই ক্রিকেটারের বিরুদ্ধে। জাতীয় দলের খেলার ব্যস্ততার কারণে মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে খেলতে পারছেন না তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। তিনি না থাকার কারণে বড় ধাক্কা খেয়েছে দলটি। এরই মধ্যে মুম্বাই দল থেকে ছুটি চেয়েছিলেন পৃথ্বীও। এসব ব্যাপারের কারণেই দল থেকে ছিটকে যেতে হয়েছে তাকে।

সেই সঙ্গে তার ফিটনেস নিয়ে একদমই খুশি নয় মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) দেওয়া রিপোর্টে বলা হয়েছে, পৃথ্বীর শরীরে ৩৫ শতাংশই মেদ। দলে থাকতে হলে কঠোর ফিটনেস ট্রেনিং করে অতিরিক্ত মেদ ঝরাতে হবে তাকে। সেই সঙ্গে তার ফর্মও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলটির জন্য। রঞ্জিতে খেলা সর্বশেষ চার ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি পাননি তিনি। খেলেছেন ৭, ১২, ১ এবং অপরাজিত ৩৯ রানের ইনিংস।

পৃথ্বীকে বাদ দেয়া প্রসঙ্গে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেছেন, ‘পৃথ্বীকে বাদ দেয়া হয়েছে। তার উচিত অনুশীলনে মন দেয়া। তাকে ওজন কমাতে হবে। তার পর পৃথ্বীকে দলে নেয়ার কথা ভাবা হবে।’

ভারতের ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরু হওয়ার আগে পৃথ্বী ইংল্যান্ডে গিয়েছিলেন কাউন্টি ক্রিকেট খেলতে। নিজেকে ফিট রাখতে চেয়েছিলেন তরুণ ব্যাটার। নর্দাম্পটনশায়ারের হয়ে শুরুর দিকে কয়েকটি ম্যাচে ভালোই করেছিলেন তবে পরের দিকে আর পারফর্ম করতে পারেননি। নর্দাম্পটনশায়ার এরপর ১৫ জনের দল থেকেও তাকে বাদ দিতে বাধ্য হয়।

পৃথ্বীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নতুন নয়। বারবার বিতর্কে জড়িয়েছে এই ক্রিকেটারের নাম। রঞ্জির গত আসরে বিরুদ্ধে শঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বাদ দেয়া হয়েছিল মুম্বাই দল থেকে। যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল তাকে বিশ্রামে পাঠানো হয়েছে। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বন্ধুদের সঙ্গে হোটেলে খেতে গিয়ে ছবি তোলাকে কেন্দ্র করে কয়েক জনের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন।

এক নারী তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। ২০১৮-২০১৯ মৌসুমে তিনি ডোপ টেস্টে পজিটিভ হয়ে ৮ মাসের নিষেধাজ্ঞায় পড়েছিলেন। পৃথ্বী অবশ্য বলেছিলেন ভুল করে কাশির ঔষধ খেয়েছিলেন তিনি। ২০২২ সালে আইপিএলে সুযোগ পেলেও ফিটনেস পরীক্ষায় ফেল করে দিল্লি ক্যাপিটালসের সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছিল তাকে। এর আগে ২০২১ সালে করোনা বিধি ভেঙেও বিতর্কে জড়িয়েছিলেন এই ক্রিকেটার।

ভারতে অনেক ক্রিকেট গ্রেটের জন্ম হয়েছে। তবে অঙ্কুরে বিনাশ হওয়া ক্রিকেটারের সংখ্যাও নেহাত কম নয়। পৃথ্বীর বয়স এখনও মাত্র ২৪। নিজের ভুল সুধরে আবারও পারফর্ম করে সবাইকে ভুল প্রমাণ করার সুযোগ আছে তার সামনে। দেখার বিষয় এই ক্রিকেটার নাম লেখান কিনা সেরাদের কাতারে। নাকি ঝড়ে পড়বেন কোহলি-শচিন-দ্রাবিড় হতে না পেরে আক্ষেপে পোড়া ক্রিকেটারদের মতো।