জাতীয় ক্রিকেট লিগ

মুশফিকের পর অবস্ট্রাকটিং দ্য ফিল্ড মার্শাল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:40 রবিবার, 20 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আগের দিন বৃষ্টির কারণে লম্বা সময়ের বিলম্বে শুরু হয়েছিল ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচটি। প্রথম দিন ৪৪ ওভার ব্যাটিং করে ১ উইকেটে ১০২ রান তুলে নিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে রেখেছিল ঢাকা মেট্রো। হয়েছেও তাই। তারা বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪০৮ রান করে ইনিংস ঘোষণা করেছে।

মূলত আইচ মোল্লা ও মার্শাল আইয়ুবের জোড়া সেঞ্চুরিতেই বিশাল পুঁজি পেয়ে যায় মেট্রো। হাফ সেঞ্চুরি পেয়েছেন শামসুর রহমান শুভও। আর তাতেই বিশাল সংগ্রহ নিশ্চিত হয়ে যায় দলটির। জবাবে কোনো উইকেট না হারিয়ে ২২ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বরিশাল।

দলটির হয়ে আব্দুল মজিদ ৩ ও ইফতেখার হোসেন ইফতি ১৯ রান করে অপরাজিত আছেন। এর আগে ২৬ রান নিয়ে দিনের খেলা শুরু করেন আইচ। আর ৩৫ রান করা ইমরানুজ্জামান দিনের শুরুতেই ফিরে যান। অবশ্য তৃতীয় উইকেটে অধিনায়ক মার্শকে নিয়ে  যোগ করেন ১৭৪ রান।

আইচ ২৫০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১২২ রান করেছেন। মার্শাল ১২৭ রান করেছেন ১৯৯ বলে, তিনিও আইচের মতোই ১৫টি চার ও ১টি ছক্কা মারেন নিজের ইনিংসে। তবে মার্শালের আউট নিয়ে আলোচনা ছিল বেশি। তিনি আউট হয়েছেন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হয়ে।

ঘটনাটি মেট্রোর ইনিংসে ১১৬তম ওভারের। নিজের ২৫তম ইনিংস তুলে নেয়ার পর ইনিংস আরও বড় করতে চলেছিলেন মার্শাল। কামরুল ইসলাম রাব্বির করা দ্বিতীয় বলে কাভারে ঠেকে এক রান নিতে দৌড়েছিলেন মার্শাল। ফিল্ডার বল হাতে পেয়েই ছুঁড়ে দেন নন স্ট্রাইকিং প্রান্ত।

সেটা গিয়ে লাগে রান নিতে থাকা মার্শালের হায়ে। বোলার রাব্ববি ও ফিল্ডাররা আম্পায়ারের কাছে তখনই অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের আবেদন করেন। আম্পায়ারও মনে করেন মার্শাল ইচ্ছা করেই রানআউট হওয়া থেকে বাঁচতে এমন করেছেন। ফলে তাকে ১২৭ রানে ফিরে যেতে হয়।

এর আগে গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে অহেতুক হাত দিয়ে বল সরাতে গিয়ে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। এবারের ঘরোয়া ক্রিকেটে সেই স্মৃতি ফেরালেন মার্শাল। ফলে প্রথম শ্রেনির ক্রিকেটে দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি ব্যাটার অবস্ট্রাকটিং দ্য ফিল্ড হলেন।

এরপর আল আমিন জুনিয়র ৪ রান করে আউট হয়ে গেলে আর ইনিংস ঘোষণা করতে দেরি করেনি মেট্রো। শেষ পর্যন্ত ২৬ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। বরিশালের হয়ে দুটি উইকেট নেন রাব্বি। আর একটি করে উইকেট নিয়েছেন রুয়েল মিয়া ও মইন খান।