পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ

সাজিদ-নোমানের ঘূর্ণি সামলে ডাকেটের সেঞ্চুরি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:26 বুধবার, 16 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

মুলতান টেস্টে পাকিস্তানি স্পিনারদের তোপে ধুঁকছে ইংল্যান্ড। স্বাগতিকদের করা প্রথম ইনিংসে ৩৬৬ রানের জবাবে ৬ উইকেটে ২৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। দ্বিতীয় দিন বেন ডাকেট সেঞ্চুরি তুলে নিলেও বাকিদের ব্যর্থতার কারণে দ্রুত অল আউটের শঙ্কায় পড়েছে সফরকারীরা। 

মূলত নোমান আলী ও সাজিদ খানের ঘূর্ণিতেই আবারও ম্যাচে ফিরেছে পাকিস্তান। পাকিস্তানের মাঝারি সংগ্রহের জবাবে দারুণ শুরু পেয়েছিল ইংল্যান্ড। ওপেনিং জুটিতেই ৭৩ রান যোগ করেছিলেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও ডাকেট। ক্রলিকে ব্যক্তিগত ২৭ রানে নিজের শিকার বানিয়ে ইংলিশদের ওপেনিং জুটি ভাঙেন নোমান।

দ্বিতীয় উইকেটে অলি পোপকে নিয়ে আরও ৫২ রান যোগ করেন ডাকেট। পোপ বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ডাকেটকে। তিনি আউট হয়ে যান ৩৭ বলে ২৯ রান করে। তাকে বোল্ড করে আউট করেন সাজিদ। তৃতীয় উইকেটে জো রুটের সঙ্গে ডাকেট আরও যোগ করেন ৮৬ রান।

৩৪ রান করা রুটকেও বোল্ড করে ফেরান সাজিদ। এরপর ১৩ রান যোগ হতেই ডাকেট ও হ্যারি ব্রুককে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান সাজিদ। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়ে ইংলিশ এই ব্যাটার ফেরেন ১১৪ রান করে। তার ১২৯ বলের ইনিংসে ১৬টি ছিল চারের মার।

এরপর ইংলিশ অধিনায়ক বেন স্টোকস আউট হয়ে যান মাত্র ১ রান করে। ইংলিশ অধিনায়ক নোমানের বলে ডিফেন্স করতে গিয়ে স্কয়ার লেগে আব্দুল্লাহ শফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন। শেষ বিকেলে ইংল্যান্ডকে আর কোনো বিপদ হতে দেননি জেমি স্মিথ ও ব্রাইডন কার্স। 

দুজনে ১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন। পাকিস্তানের হয়ে নোমান ৪টি ও সাজিদ ২টি উইকেট নিয়ে দিনের খেলা শেষ করেছেন। এর আগে দ্বিতীয় দিনের সকালে পাকিস্তান খেলা শুরু করে ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে।

তারা শেষ ৫ উইকেটে মাত্র ১০৭ রান যোগ করে। দিনের শুরুতেই ফিরে যান ৪১ রান করা  মোহাম্মদ রিজওয়ান। এরপর সালমান আঘার ৩১্‌ আমের জামালের ৩৭ ও নোমানের ৩২ রানে ভর করে সাড়ে তিনশ পাড় করে স্বাগতিকরা।ইংল্যান্ডের হয়ে ৪টি উইকেট নেন জ্যাক লিচ। এ ছাড়া কার্স ৩টি ও ম্যাথু পটস ২টি উইকেট শিকার করেন।