ভারত- নিউজিল্যান্ড সিরিজ

ভারত সিরিজ শেষ সেয়ার্সের, কিউই স্কোয়াডে ডাফি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:13 মঙ্গলবার, 15 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বেন সেয়ার্স। তার বদলে নিউজিল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছেন জ্যাকব ডাফি। টেস্ট ক্রিকেটে এখনও অভিষেকই হয়নি এই পেসারের।

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ হারে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় তারা। যদিও কেন উইলিয়ামসনের ইনজুরির পর সেয়ার্সের ইনজুরিতে আরেকটু ভেঙে পড়েছে দলটি।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চলাকালে হাঁটুতে ব্যথা পান সেয়ার্স। শুরুতে সাধারণ ধরে নেয়া হলেও স্ক্যান করে এর প্রকটতা সম্পর্কে ধারণা পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) মেডিক্যাল বিভাগ। যার কারণে ভারত সফরে তাকে রাখতে চাইছে না তারা।

এই সময়টায় পুনর্বাসনে অংশ নেবেন সেয়ার্স। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে এনজেডসি। সেয়ার্স না থাকায় হতাশ নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেডও। তবে ডাফিকে নিয়ে আশাবাদী তিনি। ৩০ বছর বয়সী ডাফি ছয়টি ওয়ানডে খেলে ১১ উইকেট নিয়েছেন। সমান সংখ্যক উইকেট পেতে টি-টোয়েন্টিতে তিনি খেলেছেন ১৪টি ম্যাচ।

স্টেড বলেন, 'বেনের জন্য আমরা স্পষ্টতই হতাশ যে কিনা গ্রীষ্মে ঘরের মাঠে টেস্ট ক্যারিয়ারে একটি শক্তিশালী সূচনা করেছিল এবং দলের পেস আক্রমণকে পরিপূর্ণ করেছিল। আমরা তাকে ছাড়া কতদিন থাকব তা দেখার বাকি আছে, তবে আমরা আশাবাদী যে তার সম্পূর্ণ পুনরুদ্ধারের পথটি খুব সংক্ষিপ্ত হবে।'

'এটি জ্যাকবের জন্য একটি রোমাঞ্চকর সুযোগ যিনি আগে টেস্ট স্কোয়াডে ছিলেন কিন্তু খেলেননি। আমাদের সামনে তিনটি টেস্ট থাকায় তার টেস্ট অভিষেকের সুযোগ রয়েছে।'