|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ও ভারতের সিরিজের দ্বিতীয় টেস্টের আগের দিন রাতে প্রায় পুরোটা সময়ই বৃষ্টি হয়েছে। ম্যাচের দিন সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। আউটফিল্ড ভেজা থাকায় খানিকটা দেরি টস হয়েছিল। তবে পুরোটা দিন ব্যাটিং করতে পারেননি নাজমুল হোসেন শান্তরা। বেরসিক বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার।
এমন অবস্থায় দ্বিতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামার অপেক্ষায় ছিলেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। যদিও ঝিরিঝিরি বৃষ্টিতে মাঠে নামতে পারেননি তারা। দ্বিতীয় দিনের খেলার উদ্দেশ্যে সকালে মাঠে এলেও একটু পরই বাংলাদেশ ও ভারতকে ফেরত পাঠানো হয় টিম হোটেলে। পরবর্তীতে বেলা দুইটা নাগাদ দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা।
প্রথমদিন অর্ধেকের বেশি এবং দ্বিতীয় দিনের পুরোটা সময় খেলা না হওয়ায় অনুমেয়ভাবেই হতাশ শান্ত। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘খেলোয়াড় হিসেবে তো অবশ্যই একটা অস্বস্তিকর ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো, মাঝে কিছুক্ষণ খেলাও হলো এরপর আবার বন্ধ হয়ে গেল। আজকে সারাদিন খেলা হলো না, খেলোয়াড় হিসেবে অবশ্যই এটা অস্বস্তিকর। আসলে কিছু করার নেই, আমাদের নিয়ন্ত্রণেও এটি নেই। তবে খেলা হলে ভালো লাগত।’
বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার আগে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান সুবিধা করতে না পারলেও প্রতিরোধ গড়ে তুলেছিলেন শান্ত ও মুমিনুল। তবে খেলা বন্ধ হওয়ার আগে রবিচন্দ্রন অশ্বিনের নিচু হওয়া ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরের পথে হাঁটতে হয় বাংলাদেশের অধিনায়ককে।
৩১ রানের ইনিংস খেলা শান্ত ফিরলেও মুশফিককে সঙ্গে নিয়ে বাকিটা সময় কাটিয়েছেন ৪০ রানে অপরাজিত থাকা মুমিনুল। এখনও ব্যাটিংয়ের অপেক্ষায় আছেন সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা। তিনটির জায়গায় দুটি উইকেট পড়লে ভালো হতো বলে মনে করেন শান্ত। তবে এখান থেকে দুটি বড় জুটি গড়তে পারলে ভালো অবস্থানে যাওয়া সম্ভব বলে ধারণা বাংলাদেশের অধিনায়কের।
শান্ত বলেন, ‘আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে। আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি। শুরুটাও ভালো হয়েছিল। তবে আমি বলব না যে খুব খারাপ অবস্থানে আছি যে উইকেটে আমরা খেলছি। আমাদের অনেকগুলা ব্যাটার আছে এখান থেকে যদি ২টা বড় জুটি হয় ভালো অবস্থানেই যাব। এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি আমার মনে হয় মাঝামাঝি একটা অবস্থানে আছি।’
শুরুতে উইকেট ভালো থাকলেও বৃষ্টি শেষে আবারও খেলা শুরু হলে উইকেট কতটা চ্যালেঞ্জিং হবে সেটাই ভাবাচ্ছে শান্তকে। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘উইকেট ভালোই ছিল। আমার মনে হয় চ্যালেঞ্জ এখানে যে জিনিসটা বেশি বৃষ্টিতে অন এন্ড অফ একটা খেলা হচ্ছে। লম্বা সময় খেলার জন্য বৃষ্টির একটা বাঁধা থাকেই। এটা মাথায় নিয়েই ব্যাটাররা ব্যাটিং করছে, যেটা একটা কঠিন ব্যাপার। তাছাড়া আমি বলব যে উইকেট ভালোই ছিল সামনে হয়ত দিন ৩-৪ এ যেহেতু বৃষ্টি সেরকম রোদও পাচ্ছে না, খেলাটা আবার শুরু হলে বুঝা যাবে উইকেট কতটা চ্যালেঞ্জিং হবে।’