ইংল্যান্ড- অস্ট্রেলিয়া সিরিজ

হেড-শর্টের ঝড়ো ইনিংসে অস্ট্রেলিয়ার সহজ জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 08:58 বৃহস্পতিবার, 12 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ২৮ রানের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড-ম্যাথু শর্টের ঝড়ো ব্যাটিংয়ের সামনে এ দিন পাত্তাই পায়নি ইংল্যান্ড। পরে বল হাতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন শন অ্যাবট, জস হ্যাজেলউড এবং অ্যাডাম জাম্পা।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে অস্ট্রেলিয়া। এ দিন পাওয়ার প্লে'তে ঝড় তোলেন হেড এবং শর্ট। মাত্র ছয় ওভারের মধ্যেই স্কোরবোর্ডে ৮৬ রান তোলে অজিরা।

পাওয়ার প্লে'র শেষ বলে অবশ্য ফিরে যান হেড। এর আগে ১৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন হেড। স্যাম কারানের একটি ওভারে তিনটি ছক্কা ও তিনটি চারে ৩০ রান তোলেন তিনি। ফেরার আগ পর্যন্ত করেন ২৩ বলে আটটি চার ও চারটি ছক্কায় ৫৯ রান। সপ্তম ওভারে ফিরে যান অধিনায়ক মিচেল মার্শ।

তিন বলে দুই রান করে মার্শ বোল্ড হন আদিল রশিদের বলে। শর্ট অবশ্য ১১ ওভার পর্যন্ত ছিলেন। লিয়াম লিভিংস্টোনের বলে ফিরে যাওয়ায় আগে ২৬ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪১ রান করেন। ১৩তম ওভারে আরও দুই উইকেট নেন লিভিংস্টোন।

মার্কাস স্টইনিস (১০) এবং টিম ডেভিডকে (০) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। এ দিন অস্ট্রেলিয়া একাদশের পাঁচ ক্রিকেটার বোল্ড আউট হন। মার্শ ছাড়াও বোল্ড হন জস ইংলিস, ক্যামেরন গ্রিন, শন অ্যাবট এবং হ্যাভিয়ের বার্টলেট।

এদের মধ্যে ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে লড়াকু সংগ্রহ এনে দেন ইংলিস। শেষদিকে ১৬ বলে ১৩ রান করেন গ্রিন। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন লিভিংস্টোন। দুটি করে উইকেট নেন আর্চার ও সাকিব মাহমুদ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ১৯.২ ওভারে ১৫১ রান তুলে অলআউট হয় দলটি। দলের হয়ে ২৭ বলে ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন লিভিংস্টোন। এ ছাড়া বাকিরা ২০ বা তার নিচের অঙ্কে আউট হন।

অস্ট্রেলিয়ার হয়ে ২৮ রান খরচায় তিন উইকেট নেন অ্যাবট। দুটি করে উইকেট নেন হ্যাজেলউড এবং জাম্পা। একটি করে উইকেট নেন বার্টলেট, গ্রিন এবং স্টইনিস।