পাকিস্তান - বাংলাদেশ সিরিজ

বাটের কাছে বাংলাদেশের অর্জন অনেক বড়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:38 বৃহস্পতিবার, 05 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কাগজে-কলমে এগিয়ে থাকলেও ঘরের মাঠে বাংলাদেশের কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এমন হারের পর অনেকে বাংলাদেশের চেয়ে পাকিস্তানের দায়ই বেশি দেখছেন। বাবর আজম, শান মাসুদের দোষ থাকলেও সালমান বাটের কাছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় অনেক বড় অর্জন।

বাংলাদেশকে কাবু করতে রাওয়ালপিন্ডিতে সবুজ ঘাসের উইকেট বানিয়েছিল পাকিস্তান। তবে শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মীর হামজা, খুররম শেহজাদ ও মোহাম্মদ আলীর মতো পেসার থাকার পরও বাংলাদেশের ব্যাটারদের ভড়কে দিতে পারেননি। বরং তাদেরকে সামলে পুরো ‍সিরিজ জুড়ে দাপট দেখিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা, সাদমান ইসলামরা।

পাকিস্তানের পেসাররা না পারলেও হাসান মাহমুদ ও নাহিদ রানারা গতি আর সুইংয়ে বোকা বানিয়েছেন বাবরদের। এমনকি সাকিব আল হাসান, মিরাজরা স্পিনেও বাজিমাত করেছেন দলের প্রয়োজনে। বাংলাদেশের বিপক্ষে এমন সিরিজ হারে পাকিস্তানের ব্যাটারদের দোষ দেখছেন বাট। পাকিস্তানের সাবেক ক্রিকেটার প্রশংসা করেছেন হাসান ও নাহিদের।

এ প্রসঙ্গে বাট বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী সবুজ পিচ তৈরি করেছিলাম। সেখানে বাংলাদেশের তরুণ দুই পেসার হাসান (মাহমুদ) ও (নাহিদ) রানা অসাধারণ বোলিং করল। পেস সহায়ক পিচে ওদের স্পিনাররাও দারুণ বল করেছে। ওদের ব্যাটসম্যানরা আমাদের স্পিনারদের খুব ভালোভাবে সামলেছে। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ওদের স্পিনারদের বিপক্ষে ভালো খেলতে পারেনি।’

পাকিস্তানে খেলতে যাওয়ার আগে দেশে বাজে সময় পার করতে হয়েছে ক্রিকেটারদের। ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে পুরো দেশের সার্বিক অবস্থারই অবনতি হয়েছিল। দেশের এমন পরিস্থিতিতেও পাকিস্তানে গিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলেছেন নাজমুল হোসেন শান্তরা। শুধু তাই নয় ২৬ রানে ৬ উইকেট হারানোর পরও জিতে নিয়েছে সিরিজও। বাংলাদেশের এমন জয়কে তাই বড় করেই দেখছেন বাট।

তিনি বলেন, ‘ওরা আমাদের আঙ্গিনায় এসে অনায়াসে জিতে গেল। ওরা অবিশ্বাস্য খেলেছে। (দ্বিতীয় টেস্টে) ওরা ২৫ রানে ৬ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়িয়েছে। খুব কম দলই এভাবে ঘুরে দাঁড়িয়ে টেস্ট জিততে পেরেছে। এখানে আসার আগে ওদের দেশের পরিস্থিতি স্বাভাবিক ছিল না। সেখানে অনেক কিছুই ঘটছিল। এ ধরনের ঘটনা ক্রিকেটারদের ওপরও মানসিক চাপ তৈরি করতে পারে। এরপরও তারা সব বিভাগে যেভাবে আধিপত্য বিস্তার করল, তা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন।’