আইপিএল

বন্ধ হয়ে যেতে পারে আইপিএলের মেগা নিলাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:03 বৃহস্পতিবার, 01 আগস্ট, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএলের মেগা নিলাম ঘিরে অনেক উত্তেজনা উন্মাদনা তৈরি হয়। অনেক বড় বড় ক্রিকেটার অপেক্ষায় থাকেন মেগা নিলামের জন্য। এই নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো টাকার বস্তা নিয়ে নামে। তবে এবার জানা গেছে আইপিএলের মেগা নিলাম আর নাও হতে পারে। কারণ অনেক ফ্র্যাঞ্চাইজি মেগা নিলাম তুলে দেয়ার পক্ষে মত দিয়েছে। 

যদিও জানা গেছে নতুন নিয়মে আইপিএলের দল গঠনে বড় কিছু পরিবর্তন দেখা যেতে পারে। আইপিএলের বড় দলগুলো জানিয়েছে তারা নিজেদের প্রতিভাবান ক্রিকেটারদের হারাতে চায় না। গত তিন বছরে অনেক প্রতিভাবান ক্রিকেটারের ওপর বিনিয়োগ করেছেন তারা। এর আগে মেগা নিলামের কারণে তাদের অনেক ক্রিকেটার হারাতে হয়েছে।

মেগা নিলাম তিন বছর পর পর করলে দলগঠনের স্বার্থের এই ক্রিকেটারদের অনেককেই হয়তো ছেড়ে দিতে হবে। ফলে বিনিয়োগের পরিবর্তে কিছুই পাবে না দলগুলি। এ কারণেই মেগা নিলামই উঠিয়ে দেয়ার আবেদন করেছে বেশ কয়েকটি দল। নিলাম তুলে দেয়ার পক্ষে জোর দাবি জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান। তিনি পাশে পেয়েছেন মুম্বাই, চেন্নাই, হায়দরাবাদ, রাজস্থান এবং গুজরাটের মতো ফ্র্যাঞ্চাইজিদের।

তবে দিল্লি তিন বছর পর পর মেগা নিলামের পক্ষে মত দিয়েছেন। নিজেদের দাবির পক্ষে দলটির কর্তা পার্থ জিন্দাল জানিয়েছেন তারা অবাক হয়েছেন মেগা নিলাম তুলে দেয়ার পক্ষে অনেক ফ্র্যাঞ্চাইজি দাবি তোলায়। দিল্লি সঙ্গে পেয়েছেন পাঞ্জাব, দিল্লি, লক্ষ্ণৌ ও বেঙ্গালুরুর মতো দলকে।

তিনি বলেছেন, 'কিছু কিছু দল মেগা নিলাম চায় না দেখে আমি অবাক। আমি সেই দলে নেই। প্রত্যেক দলকে সমান সুযোগ দিতে হবে। তা হলেই আইপিএল আরও প্রতিযোগিতামূলক হবে। সবাই মেগা নিলাম তুলে দেওয়ার পক্ষে নয়।'

এদিকে আইপিএলের এবারের মিগা নিলামের আগে ৫-৬জন ক্রিকেটার ধরে রাখার পক্ষে মত দিয়েছেন। সেই সঙ্গে সমান সংখ্যক রাইট টু ম্যাচ কার্ড দেয়ার পক্ষেও তারা। এর ফলে দলগুলো নিজেদের বেশিরভাগ ক্রিকেটারকেই ধরে রাখতে পারবে। 

মেগা নিলাম তুলে দিতে চাওয়া দলগুলোর মধ্যে বেশিরভাগেরই শক্তিশালী অ্যাকাডেমী রয়েছে। তারা অ্যাকাডেমীতে অনেক বিনিয়োগ করেছে। মেগা নিলাম হলে তাদের অনেককেই ধরে রাখা যাবে না। রাজস্থান রয়্যালসের কথাই ধরুন। তারা ইয়াসভি জায়সাওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেলের মতো ক্রিকেটারকে বছরের পর বছর ধরে পরিচর্যা করেছে।

তারা এরই মধ্যে অনেক পরিণত হয়ে উঠেছেন। এবার মেগা নিলামের কারণে তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। কারণ যদি চারজন ক্রিকেটার রিটেইন করা যায় তাহলে তারা হয়তো সাঞ্জু স্যামসন, জস বাটলার, ট্রেন্ট বোল্ট ও যুবেন্দ্র চাহালের মতো ক্রিকেটারকে ধরে রাখবে। 

এদিকে মুম্বাই ইন্ডিয়ান বিনিয়োগ করেছে তিলক ভার্মা, টিম ডেভিড, আকাশ মাধোয়াল ও নেহাল ওয়াধেরার ওপর। এবার তাদেরকেই ছেড়ে দিতে হচ্ছে। সব কিছু ঠিক থাকলে তারা রিটেইন করবে রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবকে রিটেইন করতে চলেছে।

এদিকে কলকাতার ছেড়ে দিতে হচ্ছে হার্শিত রানা, রমনদীপ সিং ও বরুণ চক্রবর্তীর মতো ক্রিকেটারকে। এ কারণেই মূলত বড় দলগুলো মেগা নিলামের বিপক্ষে মত দিয়েছে। এমনটা হলে বড় ধাক্কা খেতে পারে আইপিএলের বাকি দলগুলো। এবার দেখার বিষয় চূড়ান্ত সিদ্ধান্তে মেগা নিলাম বাদ দেয়া হয় কিনা।