ভারতীয় ক্রিকেট

ট্রেনটা একই আছে, শুধু ইঞ্জিনটা বদলেছে: সূর্যকুমার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:34 শনিবার, 27 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্বের যাত্রা শুরু করবেন সূর্যকুমার যাদব। কয়েকদিন আগেই এই ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে দলটি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত শর্মা এই ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়ায় নতুনভাবে দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার।

এই ফরম্যাটে নেতৃত্ব নিতে না নিতেই নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন সূর্যকুমার। ভারতকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে রাখতে চান তিনি। শ্রীলঙ্কা সিরিজেও জয় ছাড়া কিছুই ভাবছেন না তিনি।

সূর্যকুমার বলেন, 'একই ট্রেন সামনের দিকে এগিয়ে যাবে। শুধু ইঞ্জিনটা বদলে গিয়েছে। বগিগুলোও একই রয়েছে। কিছুই বদলায় না। ক্রিকেট খেলার ধরনটা একই থাকে। অধিনায়কত্ব পেলেই সব কিছু বদলে যায় না। নেতৃত্ব আমার কাঁধে একটা বাড়তি দায়িত্ব ঠিকই। কিন্তু এখন যেটা বলি সেটাই করে দেখানোর সুযোগও রয়েছে আমার কাছে।'

ভারতের জার্সিতে অধিনায়কের ভূমিকায় সূর্যকুমার যদিও নতুন নন। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা সিরিজে দলকে নেতৃত্ব দেন তিনি। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষেও দুই ম্যাচের সিরিজে অধিনায়কত্ব করেন সূর্যকুমার। সবমিলিয়ে ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন তিনি।

অধিনায়কত্বের অনেক খুঁটিনাটিই রোহিতের কাছ থেকে শিখেছেন বলে জানিয়েছেন সূর্যকুমার। একটি বড় প্রতিযোগিতায় নামার আগে দলের মানসিকতা কেমন থাকা উচিত সেটাও রোহিতের কাছ থেকে শেখা সূর্যকুমারের।

তিনি আরও বলেন, 'রোহিত ভাই মাঠ এবং মাঠের বাইরে— দু’জায়গাতেই নেতৃত্ব দিতো। ওর থেকে এটা শিখেছি। ও এক জন অধিনায়ক নয়, এক জন নেতা, যে সবার মাঝে দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার পথ বলে দেয়। কী ভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলব এবং কী ভাবে প্রতিযোগিতা জিতব, সেটা ওর থেকে শিখেছি।'