ইংল্যান্ড ক্রিকেট

ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন মরগান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:20 বুধবার, 24 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলে সবশেষ দুই বিশ্বকাপে ভালো করতে না পারায় চাকরি হারাতে যাচ্ছেন ম্যাথু মট। ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছে ইয়ন মরগানকে। তবে পরিবারের কথা মাথায় রেখে এখন ইংলিশদের দায়িত্ব নিতে রাজি নন বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক।

চার বছরের চুক্তিতে ২০২২ সালে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মট। ৬ মাস যেতেই তার অধীনে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। তবে এরপর থেকে সাফল্যের দেখা পায়নি জস বাটলারের দল। সবশেষ ৫০ ওভারের বিশ্বকাপে বলার মতো পারফর্ম করতে পারেনি তারা। 

ভারতে হওয়া সেই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ইংলিশরা। যেখানে ৯ ম্যাচের মাঝে তিনটিতে জয় পান বাটলাররা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নিলেও মাঠের ক্রিকেটে প্রত্যাশা মেটাতে পারেননি জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, ফিল সল্টরা। টানা ‍দুই বিশ্বকাপে ভালো করতে না পারায় চাকরি হারানোর শঙ্কায় মট। 

‘দ্য টাইমসের’ প্রতিবেদন অনুযায়ী ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন তিনি। যেখানে সম্ভাব্য কোচ হিসেবে নাম উঠে এসেছে মরগানের। ২০১৯ সালে তার নেতৃত্বে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিল ইংলিশরা। প্রস্তাব দেয়া হলেও আপাতত কোচের দায়িত্ব নিতে প্রস্তুত নয় বলে জানিয়েছেন মরগান।

এ প্রসঙ্গে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক বলেন, ‘সবশেষ কয়েকমাসে এটা (ইংল্যান্ডের কোচ হওয়া) নিয়ে মিডিয়া থেকে আমাকে অনেকবার জানতে চাওয়া হয়েছে যে, আমি এটা নিতে রাজি কিনা। আমার উত্তর সবসময় সাধারণ ছিল যে আমার জীবনের সঙ্গে সময়টা ঠিকঠাক না। হ্যাঁ, আমি কোচ হতে চাই। কিন্তু আমার নতুন একটা পরিবার আছে এবং আমি ঘরেই বেশি সময় কাটাই এবং ক্রিকেট দেখে ধারাভাষ্য দেই। আমি যা করতেছি তা নিয়ে খুশি।’

চোটের কারণে চলতি বছরের দ্য হান্ড্রেড মিস করতে পারেন বাটলার। যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ছিটকে যাননি ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন  ক্রিকইনফো জানিয়েছে, সম্ভাব্য বিকল্প খুঁজছে ম্যানচেস্টার অরিজিনালস।