টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে আইসিসির ক্ষতি ২৩৫ কোটি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:01 বুধবার, 24 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এই বিশ্বকাপ আয়োজন করে মোটা অঙ্কের লাভের আশায় ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও লাভের মুখ দেখেনি ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।

উল্টো ২৩৫ কোটি টাকা ক্ষতি হয়েছে তাদের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচসহ অনেকগুলো ম্যাচ আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রে। যদিও সুপার এইট ও সেমি ফাইনাল বা ফাইনালের কোনো ম্যাচ রাখা হয়নি সেখানে।

যুক্তরাষ্ট্রে হওয়া বেশ কয়েকটি ম্যাচেই ছিল দর্শক শূন্যতা। এ কারণে বিশ্বকাপের সময়ই সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল আয়োজকদের। সেই সঙ্গে নাসাও কাউন্টি গ্রাউন্ডের ড্রপ ইন পিচের আচরণ নিয়েও ছিল তুমুল সমালোচনা। এ নিয়েও জল ঘোলা হয়েছে অনেক।

বিশ্বকাপের পরই আইসিসির দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তবে এর পেছনে বিশ্বকাপ ব্যর্থতার দায় আছে কিনা তা এখনও পরিষ্কার নয়। এদিকে লোকসানের পেছনে মূল কারণ হিসেবে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের খারাপ আবহাওয়াকে।

আসরের পুরোটা সময় জুড়েই ছিলো বিরূপ আবহাওয়া। সেখানে বেশ কয়েকটি ম্যাচেরই বৃষ্টির কারণে ফলাফল আসেনি। যার কারণে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে দর্শকের উপস্থিতি ছিল কম। এ কারণে বড় পরিমাণের লোকসান গুনতে হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে।