ভারতীয় ক্রিকেট

বাংলাদেশ সিরিজের প্রস্তুতি দিলিপ ট্রফিতে নেবেন গিল-জাদেজারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:19 বৃহস্পতিবার, 18 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

নতুন হেড কোচ গৌতম গম্ভীরের অধীনে শ্রীলঙ্কা সিরিজ়ের পর লাল বলের ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে ভারতীয় ক্রিকেট দল। পরের কয়েক মাসে খেলতে হবে ১০টি টেস্ট। টেস্ট দলের ক্রিকেটারদের তাই দিলিপ ট্রফিতে খেলার নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি মাসের শেষদিকে সীমিত ওভারের সিরিজ়‌ খেলতে যাচ্ছে ভারত। এই সিরিজ় থেকেই শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটে গম্ভীরের যুগ। এরপরই লাল বলের ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে ভারত।

চলতি বছরের অবশিষ্ট কয়েকমাসে দলটিকে খেলতে হবে ১০টি টেস্ট। জাতীয় দলের ক্রিকেটারদের তাই কড়া নির্দেশিকা দিয়েছে বিসিসিআই। তাদের দিলিপ ট্রফিতে খেলতে বলা হয়েছে।

শ্রীলঙ্কা সিরিজ়ের পর ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট এবং নিউজ়িল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে। তারপর বছরের শেষদিকে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ় খেলতে যাবে রোহিত শর্মার দল।

ক্রিকেটারেরা যেন লাল বলে অনুশীলনের মধ্যে থাকেন, এ কারণেই ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে রোহিত, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহকে অবশ্য ছাড় দেয়া হচ্ছে। এই তিনজন বাদে টেস্ট দলে যারা নিয়মিত তারাই খেলবেন দিলিপ ট্রফিতে।

৫ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দিলিপ ট্রফি চলবে। ছ’টি অঞ্চল একে অপরের বিপক্ষে খেলবে। দিলিপ ট্রফির দল নির্বাচন করবে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এর ফলে ইয়াশভি জায়সাওয়াল, শুভমান গিল, মোহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজাদের লম্বা সময় পর ঘরোয়াতে খেলতে দেখা যাবে।