বাংলাদেশ টাইগার্স-এইচপি সিরিজ

তিন সেঞ্চুরিতে ৪০৩ রানের পর বিশাল জয় পেল এইচপি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:15 সোমবার, 15 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই চারদিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া গেছে বিসিবির হাই পারফরম্যান্স দল (এইচপি)। চারদিনের ম্যাচের সিরিজ শেষে বিসিবির আরেকটি দল ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে। এইচপির আরকটি দল বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে সিরিজ খেলছে চট্টগ্রামে।

দুই ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির প্রথম ম্যাচে বাংলাদেশ টাইগার্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বিসিবির এইচপি দল। প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে তিন ব্যাটারের সেঞ্চুরিতে ৪০৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। জবাবে খেলতে নেমে ২৬৬ রানে অল আউট হয় বাংলাদেশ টাইগার্স। ফলে ১৩৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে এইচপি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করতে নামে এইচপি। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিমের সঙ্গে ছিলেন জিসান আলম। তানজিদ ৪৮ রান করে ফিরে গেলেও সেঞ্চুরি তুলে নেন জিসান। তিনি ৭৮ বলে ৬ চার ও ১৩ ছক্কায় খেলেন ১২৭ রানের ইনিংস।

এরপর মাহফিজুর রবিন (১) ও প্রীতম কুমার (৮) আউট হলেও মিডল অর্ডারে নেমে সেঞ্চুরি তুলে নেন আফিফ হোসেন ও আকবর আলী। ৭৪ বলে ৮ চার ৬ ছক্কায় ১০৩ রানের ইনিংস খেলে রান আউট হন আফিফ। অবশ্য আকবর ১০২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

তার ৭৪ বলের ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ৫ ছক্কায়। এতে করেই বড় সংগ্রহ নিশ্চিত হয় এইচপির। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৪০৩ রানের বিশাল সংগ্রহ। ৪০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এইচপির স্পিনারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ টাইগার্স।

দলটির কোনো ব্যাটার হাফ সেঞ্চুরিও তুলে নিতে পারেননি। সর্বোচ্চ ৩৮ রান এসেছে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। এ ছাড়া ইয়াসির আলী রাব্বি ও নাইম হাসান করেন ৩০ রান করে। এইচপির বোলারদের মধ্যে আলিস আল ইসলাম একাই নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন ওয়াসি সিদ্দিকী ও মাহফুজুর রহমান রাব্বি।