ভারতীয় ক্রিকেট

ওয়ানডে ও টেস্ট অবসর নিয়ে কিছুই ভাবেননি রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:21 সোমবার, 15 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তবে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে আরও বেশ কিছুদিন দেখা যাবে ভারতের এই অধিনায়ককে। আপাতত এই দুই ফরম্যাট থেকে অবসরের ভাবনা নেই তার।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডালাসে অবসর সময় পার করছেন ভারতের ক্রিকেটের 'হিট-ম্যান'। সেখানে একটি অনুষ্ঠানে অবসর নিয়ে করা একটি প্রশ্নের জবাবে এমনটা জানিয়েছেন তিনি। ৮ ইনিংসে ২৫৭ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফরম্যাট ছেড়ে দিলেও ৩৭ বছর বয়সী টেস্ট বা ওয়ানডে নিয়ে এখনও কিছুই ভাবেননি।

তিনি বলেন, 'বিদায় জানানোর জন্য (টি-টোয়েন্টি থেকে) এর থেকে ভালো সময় পেতাম না। আমার শেষ ম্যাচ ছিল ওটা। এই ফরম্যাটে খেলা শুরুর পর থেকে সময়টা উপভোগ করেছি। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। তাই ট্রফিটা জেতার জন্য মরিয়া ছিলাম।'

'আমি খুব বেশি দূরের দিকে তাকাই না। তাই নিশ্চিত ভাবেই আরও অন্তত কিছুটা সময় আপনারা আমাকে ক্রিকেট খেলতে দেখবেন।'

কিছুদিন আগেই বার্বাডোজের কেনসিংটন ওভালের ফাইনালে সাউথ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত। ম্যাচটিতে ১৭৭ রান তাড়া করতে নেমে এক পর্যায়ে ৩০ বলে ৩০ রান লাগত প্রোটিয়াদের।

হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলাররাও ছিলেন ছন্দে। বোলারদের নৈপুণ্যে সেই চাপের ম্যাচটিও নিজেদের করে নেয় ভারত। জসপ্রীত বুমরাহর অনবদ্য বোলিং এবং হার্দিক পান্ডিয়ার দারুণ একটি শেষ ওভারের কল্যাণে শিরোপা জিতে নেয় তারা। চাপের সময়টায় 'মাথা কাজ করছিল না' বলে জানান রোহিত।

তিনি বলেন, 'সেই মুহূর্তে মাথা পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতির উপর মনোযোগ রেখেছিলাম। আমাদের তখন মাথা ঠান্ডা রাখা দরকার ছিল। ওদের যখন ৩০ বলে ৩০ রান দরকার ছিল, তখন চাপে পড়ে গিয়েছিলাম ঠিকই। কিন্তু পরের পাঁচ ওভারে আমরা বুঝিয়ে দিয়েছি মাথা ঠান্ডা রাখলে কী কাজ করা সম্ভব।'