ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

অ্যান্ডারসনের বিদায় জয় দিয়ে রাঙাল ইংল্যান্ড, অ্যাটকিনসনের ১২ উইকেট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:36 শুক্রবার, 12 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

দ্বিতীয় দিনের খেলা শেষেই বোঝা যাচ্ছিল লর্ডস টেস্টে ইংল্যান্ডের জয় পাওয়া শুধু সময়ের ব্যাপার। হয়েছেও তাই, তৃতীয় দিন খেলা শুরুর এক ঘণ্টার মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১১৩ রানের ব্যবধানে হারিয়েছে ইংলিশরা।

এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ফলে জয় দিয়েই ইংলিশরা কিংবদন্তি এই ক্রিকেটারকে বিদায় জানাল। এই ম্যাচে বল হাতে পারফর্মও করেছেন অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজ এদিন দিন শুরু করেছিল ৬ উইকেটে ৭৯ রান নিয়ে।

উইকেটের দেখা পেতে এদিন ১৪তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় ইংল্যান্ডকে। জসুয়া ডি সিলভাকে আউট করে ইংল্যান্ডকে উইকেট এনে দিয়েছিলেন অ্যান্ডারসনই। ইংলিশ এই পেসারের বলে ব্যাটের কানা ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটরক্ষক জেমি স্মিথের গ্লাভসে।

আগের দিন আরও দুটি উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। আর প্রথম ইনিংসে নিয়েছিলেন আরও একটি উইকেট। এরপর গাস অ্যাটকিনসন আলজারি জোসেফ ও সামার জোসেফকে ফিরিয়ে দিলে ইংল্যান্ড জয়ের দ্বারপ্রান্তে চলে যায়।

খানিক বাদে জেইডেন সিলসের উইকেট নিয়ে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেয়ার মাইলফলকে নাম লেখান এই ইংলিশ পেসার। ফলে অভিষেক টেস্টেই ১২ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। প্রথম ইনিংসে ৪৫ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিবীয়দের একাই ধসিয়েছিলেন এই পেসার। দ্বিতীয় ইনিংস শেষ করেছেন ৬১ রানে ৫ উইকেট নিয়ে।