পাকিস্তান - বাংলাদেশ সিরিজ

বাংলাদেশ সিরিজের ক্যাম্পে নেই বাবর-রিজওয়ান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:36 শনিবার, 22 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ফিটনেস এবং ফিল্ডিং ক্যাম্প করবে পাকিস্তান। সেই ক্যাম্পকে সামনে রেখে ২৫ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে টানা খেলার মাঝে থাকায় করাচিতে হতে যাওয়া ক্যাম্পে রাখা হয়নি বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ রিজওয়ানকে।

আগামী ২৪ জুন থেকে করাচির হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টার ক্যাম্প করবে পাকিস্তান। যা শেষ হবে ৭ জুলাই। পুরো ক্যাম্পে দায়িত্বে থাকবেন মোহাম্মদ মাসরুর। সেই ক্যাম্প শেষ হওয়ার পরদিন অর্থাৎ ৮ জুলাই থেকে শুরু হবে পাকিস্তান শাহিনসের অনুশীলন ক্যাম্প।

১৩ জুলাই শেষ হতে যাওয়া ক্যাম্পের দায়িত্বে থাকবেন জেসন গিলেস্পি। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের সিরিজে প্রধান কোচের দায়িত্বেও থাকবেন পাকিস্তানের লাল বলের ক্রিকেটের এই কোচ। এরপর সেরা ১৫ জনকে বাছাই করে বাংলাদেশ সিরিজের প্রস্তুতি ক্যাম্প করতে পারে পাকিস্তান।

চলতি বছরের আগস্টে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলবে বাংলাদেশ। সফরে ২টি টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আর সাদা পোশাকের সিরিজটি আয়োজিত হতে পারে রাওয়ালপিন্ডি ও মুলতানে।

পাকিস্তানের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ভেন্যু ও সূচি সংক্রান্ত আলোচনা হচ্ছে। দিন কয়েকের মাঝে জানিয়ে দেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আপাতত মুলতান ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামকেই প্রথম পছন্দের তালিকায় রেখেছে বিসিবি ও পিসিবি।

ফিটনেস ও ফিল্ডিং ক্যাম্পের জন্য পাকিস্তান স্কোয়াড-

আব্দুল্লাহ শফিক, ফয়সাল আকরাম, হাবিবুল্লাহ, হুনাইন শাহ, ইমাম উল হক, কামরান গুলাম, কাশিফ আলী, খুররাম শেহজাদ, মেহরান মুমতাজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাশির খান, মুহাম্মদ ইরফান খান, উমাইর বিন ইউসুফ, শাহিবজাদা ফারহান, সামিন গুল, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহনেওয়াজ দাহানি, তৈয়ব তাহির, উমর আমিন, উসমান কাদির এবং জাহিদ মেহমুদ।