টি- টোয়েন্টি বিশ্বকাপ

‘৩ ম্যাচে ৩ সেঞ্চুরি করে সবাইকে চুপ করিয়ে দেবেন কোহলি’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:17 শুক্রবার, 14 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে সাফল্য পেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে এখন পর্যন্ত মোটা দাগে ব্যর্থ বিরাট কোহলি। প্রথম তিন ম্যাচের একটিতেও পারফর্ম করতে না পারায় প্রশ্ন উঠছে তাকে নিয়ে। তবে পরের তিন ম্যাচে তিন সেঞ্চুরি করে কোহলি সবাইকে চুপ করিয়ে দিতে পারে বলে মনে করেন শিভাম দুবে। ভারতের এই অলরাউন্ডার জানান, তখন আর কোনো আলোচনা থাকবে না।

সবশেষ কয়েক বছরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ব্যাটে হাতে আইপিএলে দারুণ সাফল্য পেয়েছেন বিরাট কোহলি। বেশ কয়েকটি ইনিংসের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হলেও পুরো আইপিএল জুড়েই ছন্দে ছিলেন কোহলি। বেঙ্গালুরুকে এলিমিনেটরে তুলতে ১৫ ইনিংসে ব্যাটিং করে ১৫৪.৬৯ স্ট্রাইক এবং ৬১.৭৫ গড়ে ৭৮১ রান করেছেন তিনি।

যেখানে ৫ সেঞ্চুরির সঙ্গে একটি সেঞ্চুরিও করেছেন ভারতের সাবেক অধিনায়ক। তার চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো ব্যাটার। এমন পারফরম্যান্সের পরও আইপিএলের মাঝে শঙ্কা জাগে কোহলির বিশ্বকাপ দলে থাকা নিয়ে।ভারতীয় সংবাদমাধ্যমের গুঞ্জন অনুযায়ী, শেষ পর্যন্ত রোহিত শর্মা ও অজিত আগারকারের কল্যাণে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন কোহলি।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের উইকেট খানিকটা ধীরগতির হওয়ায় কোহলিকে তিন কিংবা চারের পরিবর্তে ওপেন করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। ছুটিতে থাকায় বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি ডানহাতি এই ব্যাটার। কয়েকদিনের অনুশীলন শেষে সরাসরি বিশ্বকাপ খেলতে নেমে যান তিনি। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের ‘মরা’ উইকেটে রানের দেখা পাননি কোহলি।

এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে সব মিলিয়ে ৫ রান করেছেন ভারতের সাবেক অধিনায়ক। ওপেনিং রান না পাওয়ায় তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। তবে কোহলির হয়ে ব্যাট ধরেছেন দুবে। বিশ্বকাপ দলে থাকা এই অলরাউন্ডার জানান, পরের তিন ম্যাচে তিনটা সেঞ্চুরি করলেই সব আলোচনা শেষ হয়ে যাবে।

কোহলির ফর্ম নিয়ে দুবের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কোহলিকে নিয়ে কথার বলার আমি কে, সে যদি তিন ম্যাচে রান না পায় তাহলে পরের তিন ম্যাচে তিনটা সেঞ্চুরি করবে এবং তখন আর কোনো আলোচনা থাকবে না। তার খেলা সম্পর্কে আমরা সবাই জানি এবং সে কেমন খেলে সেটাও আমাদের জানা।’