আইপিএল

স্বস্তির জয়ের পর ডু প্লেসি বললেন, 'আরামে ঘুমাতে পারব'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:17 শুক্রবার, 26 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরটা দুঃস্বপ্নের মতো কাটছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ৮ ম্যাচ খেলে দলটি জিতেছে মাত্র দুটিতে। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ৩৫ রানে। ফলে দীর্ঘ ৬ ম্যাচ পর জয়ের মুখ দেখেছে ফাফ ডু প্লেসির দল।

এই জয়টি শুধু হারের বৃত্ত ভাঙার নয় ডু প্লেসির কাছে এই জয় স্বস্তিরও। বেঙ্গালুরুর অধিনায়ক জানিয়েছেন এবার তারা শান্তিতে ঘুমাতে পারবেন। এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২০৬ রান করেছিল দলটি। জবাবে বেঙ্গালুরুর বোলাররা হায়দরাবাদকে আটকে দেয় ১৭১ রানে।

অবশ্য এই ম্যাচে জিতলেও পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বেঙ্গালুরু। দলটির ব্যর্থতার কারণে ব্যাপক চাপে আছেন অধিনায়ক ডু প্লেসি। তবে এই জয়টি তাদের ড্রেসিংরুমে কিছুটা হলেও প্রশান্তি নিয়ে আসবে বলে বিশ্বাস বেঙ্গালুরুর অধিনায়কের। 

ম্যাচ শেষে ডু প্লেসি বলেন, 'এই জয় বড় এক স্বস্তি। যে অবস্থাতেই থাকি না কেন, ম্যাচ জিততে না পারলেও এটা প্রভাবিত করে, মানসিকতা ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। আজ রাতে কিছুটা আরামে ঘুমাতে পারব।'

বেঙ্গালুরু বেশ কিছু ম্যাচে হেরে একেবারের জয়ের দ্বারপ্রান্তে গিয়ে। কলকাতার বিপক্ষে তারা হেরেছে মাত্র ১ রানে। এর আগে হায়দরাবাদের মাঠে ২৮৮ রান তাড়া করতে নেমে ২৬২ রান তুলে ফেলেছিল তারা। এই হারগুলো বেশ পোড়াচ্ছিল দলটিকে। ডু প্লেসির বিশ্বাস এই ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়াবে তার দলের।

তিনি বলেন, 'আগের দুই ম্যাচে আমরা দারুণ লড়াই করেছি। হায়দরাবাদ ম্যাচটি ছিল ২৭০ রানের বেশি লক্ষ্যের এবং আমরা ২৬০ পর্যন্ত করতে পেরেছি। এরপর কলকাতা ম্যাচেও ভালো খেলেছি, স্রেফ ১ রানে হেরেছি। আমরা রেকর্ড রান প্রায় তাড়া করেই ফেলেছিলাম। কয়েকটি ম্যাচে আমরা জয়ের কাছাকাছি ছিলাম, কিন্তু দলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হলে জয় দরকার।'