ডিপিএল

বিতর্কিত সিদ্ধান্তে ১৫ মিনিট খেলা বন্ধ থাকার পর মোহামেডানের জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:39 বৃহস্পতিবার, 25 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

নাঈম হাসানের অফ স্টাম্পের একটু বাইরের লেংথ ডেলিভারিতে উইকেট থেকে বেরিয়ে এসে স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মারার চেষ্টা করলেন মুশফিকুর রহিম। ব্যাটে-বলে করলে ভালোভাবেই তবে ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা আবু হায়দার রনি বাঁ দিকে দৌঁড়িয়ে এসে ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্য এক ক্যাচ নিলেন। আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী আউট হয়ে সাজঘরে ফিরছিলেন ১২ বলে ১০ রান করা মুশফিক। তবে বাউন্ডারি সীমানার কাছে যেতেই ড্রেসিং রুমে থেকে বেরিয়ে আসেন প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা। সবার দাবি অনুযায়ী মুশফিক আউট হননি, অথচ আম্পায়ার আউট ঘোষণা করেছেন।

আম্পায়ারের এমন সিদ্ধান্তের পর প্রধান কোচ সালাহউদ্দিন, অভিজ্ঞ ক্রিকেটার তামিমসহ বাকিরা এসে প্রতিবাদ করতে থাকেন। ম্যাচ রেফারির সঙ্গে লম্বা সময় কথা বললেও সিদ্ধান্ত বদলানো যায়নি। যদিও তামিমরা বাউন্ডারি লাইনে থাকা কামরুল ইসলাম রাব্বিকে মোবাইল ফোনে দেখানোর চেষ্টা করছিলেন ক্যাচ নেয়ার সময় সীমানার দড়ি ছুঁয়ে গেছে আবু হায়দারের পা। ক্রিকফ্রেঞ্জির ক্যামেরায় নেয়া ফুটেজ দেখে স্পষ্ট হওয়া গেছে ক্যাচ নিয়ে যখন সোজা হয়ে দাঁড়াচ্ছিলেন ঠিক তখনই সীমানার দড়িতে পা লাগে আবু হায়দারের। এমন বিতর্কিত সিদ্ধান্তের ফলস্বরূপ প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল মাঠের খেলা।

মুশফিক আউট হয়ে ফিরলে বিপাকে পড়ে প্রাইম ব্যাংক। কারণ ৩১৮ রান তাড়ায় দ্রুতই সাজঘরে ফিরেছেন তামিম, পারভেজ হোসেন ইমরান। ১৬৪ রানে ৪ উইকেট হারানোয় ম্যাচ জেতার সমীকরণটা কঠিনই ছিল প্রাইম ব্যাংকের জন্য। যার ফলে শেষ দিকে শেখ মেহেদী ৬৪ এবং সানজামুল ইসলাম ৪৯ রানের ইনিংস খেলার পরও জয়ের দেখা পাওয়া হয়নি তাদের। রনি তালুকদারের অনবদ্য ১৪১ রানের ইনিংসের পর মুশফিক হাসান, আবু হায়দার এবং নাসুম আহমেদের বোলিংয়ে ৩৩ রানের জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ৩১৮ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি প্রাইম ব্যাংকের। ইনিংসের ষষ্ঠ ওভারেই সাজঘরে ফিরেছেন তামিম। অফ স্পিনার নাঈমের অফ স্টাম্পের লেংথ ডেলিভারিতে ব্যাক ফুটে গিয়ে পয়েন্ট দিয়ে খেলেছিলেন বাঁহাতি এই ওপেনার। পয়েন্ট দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাত ফসকে ক্যাচ পড়ে গেলে এক রান নেয়ার জন্য দৌড় দেন তামিম। তবে অপরপ্রান্তে থাকা পারভেজ ইমন তাতে সাড়া দেননি।

ক্যাচ মিসের পর হাবিবুর রহমান মুন্না দ্রুত থ্রো করলে তামিম স্ট্রাইক প্রান্তে ফেরার আগেই স্টাম্প ভেঙে দেন মাহিদুল ইসলাম অঙ্কন। সবশেষ দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় তামিম মোহামেডানের বিপক্ষে আউট হয়েছেন ২২ বলে ১৪ রান করে। তিনে নামা শাহাদাত হোসেন দিপুকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল চেষ্টা করেন পারভেজ। তারা দুজনে মিলে যোগ করেন ৬০ রান। সাবধানী ব্যাটিংয়ে ৩৮ রান করা পারভেজ সাজঘরে ফিরলে ভাঙে তাদের এই জুটি।

শাহাদাত দিপু ফিরেছেন হাফ সেঞ্চুরির পরই মেহেদী হাসান মিরাজের বলে আরিফুল হকের হাতে ক্যাচ দিয়ে। অধিনায়ক জাকির হাসান দ্রুত রান তুলতে গিয়ে আউট হয়েছেন ৪১ রানে। মাঝে মুশফিক ও নাইম ইসলাম ব্যাট হাতে ব্যর্থ হলে প্রাইম ব্যাংকের হাল ধরেন শেখ মেহেদী ও সানজামুল। দুজনে দারুণ ব্যাটিং করলেও শেষ পর্যন্ত ৩৩ রানে হারতে হয় প্রাইম ব্যাংককে। মোহামেডানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাসুম, মুশফিক ও আবু হায়দার।

এর আগে ব্যাটিং করতে নেমে প্রাইম ব্যাংকের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন রনি। ওপেনিংয়ে নেমে দারুণ ব্যাটিংয়ে খেলেছেন ১৪১ রানের ইনিংস। রনি বাদে পঞ্চাশ পেরোনো ইনিংসের মোহামেডানের মাহিদুল অঙ্কন ও মেহেদী মিরাজ। তাদের তিন জনের ব্যাটেই প্রাইম ব্যাংকের বিপক্ষে ৩১৭ রানের পুঁজি পায় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। প্রাইম ব্যাংকের হয়ে শেখ মেহেদী নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, সানজামুল ও রুবেল হোসেন।