বাংলাদেশ - জিম্বাবুয়ে সিরিজ

প্রথম টি-টোয়েন্টিতে অনিশ্চিত মুস্তাফিজ, শুরুতে নেই সাকিবও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:24 মঙ্গলবার, 23 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝ পথে দেশে ফিরছেন মুস্তাফিজুর রহমান। ২ মে বাংলাদেশে ফেরার কথা থাকলেও প্রথম টি-টোয়েন্টিতে অনিশ্চিত বাঁহাতি এই পেসার। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরুর দিকে পাওয়া যাবে না সাকিব আল হাসানকেও। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে বল হাতে সময়টা বেশ ভালোই যাচ্ছে তার। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে মুস্তাফিজকে খুব বেশিদিন পাবে না চেন্নাই। কারণ ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ খেলেই বাংলাদেশে চলে আসবেন তিনি।

দেশে ফিরে খেলতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে। যদিও প্রথম টি-টোয়েন্টি পাওয়া যাবে না বাঁহাতি এই পেসারকে। দেশে ফেরার পর বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে কথা বলার পর তাকে ম্যাচ খেলানো নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। যার ফলে বাংলাদেশে ফিরেই পরদিন ম্যাচ খেলতে নামাটা তার জন্য কঠিন।

মুস্তাফিজকে নিয়ে গাজী আশরাফ বলেন, ‘আমার ধারণা মুস্তাফিজ প্রথম ম্যাচে এভেইলেবল থাকবেন না। কারণ তিনি আসবেন, উনাকে আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।। তারপর তার সঙ্গে কথোপকথন হবে। এরপর আমরা বুঝে নেব। আমার ধারণা, প্রথম ম্যাচে হয়তো এভেইলেবল থাকবেন না।’

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে যান সাকিব। যেখানে পরিবারের সঙ্গে ঈদ করেছেন তারকা এই অলরাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে দেশে চলতি মাসের শেষ দিকে দেশে ফিরছেন তিনি। দেশে ফেরার পর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে খেলবেন সাকিব। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ‍শুরুর দিকে পাওয়া যাবে না সাকিবকে।

গাজী আশরাফ বলেন, ‘সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি এই মাসের শেষ নাগাদ বাংলাদেশে আসবেন। এরপর একটা সম্ভাবনা আছে, প্রিমিয়ার লিগে তার এক-দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিল অনুশীলনের সুযোগ থাকবে। এরপর অবশ্যই আমরা চাইব, যেহেতু ৫টি ম্যাচ আছে, শেষের দিকে যেন তিনি খেলার সুযোগ পান। শুরুর দিকে তাকে পাওয়া যাচ্ছে না।’