বাংলাদেশ - ভারত সিরিজ

বাংলাদেশের হ্যাটট্রিক হার, সিরিজ ভারতের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:10 বৃহস্পতিবার, 02 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম দুই ম্যাচে হেরে সিরিজে আগে থেকেই পিছিয়ে ছিল বাংলাদেশ। সিরিজে ফিরতে হলে তৃতীয় টি-টোয়েন্টিতে জিততেই হতো নিগার সুলতানা জ্যোতির দলকে। এমন সমীকরণের দিনে আগে ব্যাটিং করে মাত্র ১১৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়ায় ভারতের কাজটা সহজ করে দিয়েছেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। তাদের দুজনের ৯১ রানের জুটিতেই জয়ের ভিত পায় সফরকারীরা। শেফালি ৫১ রানের ইনিংস খেললেও স্মৃতি ফিরেছেন হাফ সেঞ্চুরি পাওয়ার আগে, ৪৭ রানে। শেষ দিকে ৩ উইকেট হারালেও ভারতের জয় নিশ্চিত করেন রিচা ঘোষ ও হারমানপ্রীত কৌর। বাংলাদেশের হ্যাটট্রিক পরাজয়ে সিরিজ জিতে ৩-০ ব্যবধানে এগিয় গেল সফরকারীরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ১১৮ রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন শেফালি ও স্মৃতি। ভারতের দুই ওপেনারের সামনে কোন চ্যালেঞ্জই জানাতে পারেননি মারুফা আক্তার, ফারিহা ইসলামরা। দারুণ সব শটে শরিফা খাতুনের এক ওভারে তিন চার মেরে ১২ রান এনেছেন শেফালি।

পাওয়ার প্লের শেষ ওভারে নাহিদা আক্তারের বিপক্ষে মেরেছেন টানা তিন চার। নিজের প্রথম ওভারে বোলিং এসে সহ-অধিনায়ক নাহিদা দিয়ে গেছেন ১৩ রান। পাওয়ার প্লে শেষে ভারতের রান বিনা উইকেটে ৫৯। পাওয়ার প্লে শেষ হওয়ার পরও দ্রুত রান তুলতে থাকেন তারা দুজন। দারুণ ব্যাটিংয়ে শেফালি হাফ সেঞ্চুরি পেয়েছেন ৩৬ বলে।

ফাহিমা খাতুনের শর্ট পিচ ডেলিভারিতে লং অনে ঠেলে দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। যদিও হাফ সেঞ্চুরি পাওয়ার কিছুক্ষণ পরই বিদায় নিতে হয়েছে শেফালি। রিতু মনির ফুলার লেংথ ডেলিভারিতে বোলারের মাথার উপর দিয়ে খেলতে চেয়েছিলেন ডানহাতি এই ওপেনার। দারুণ দক্ষতার সঙ্গে রিতু ক্যাচ লুফে নিলে সাজঘরে ফিরতে হয় ৫১ রান করা শেফালিকে।

তরুণ এই ওপেনারের বিদায়ে ভাঙে স্মৃতির সঙ্গে তার ৯১ রানের উদ্বোধনী জুটি। এদিকে হাফ সেঞ্চুরির পথে ছিলেন স্মৃতিও। কিন্তু তারকা এই ওপেনারকে পঞ্চাশ ছুঁতে দেননি নাহিদা। বাঁহাতি এই স্পিনারের লেংথ ডেলিভারিতে ডিপ স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ফাহিমার হাতে ক্যাচ দিয়েছেন। স্মৃতিকে ফিরতে হয় ৪৭ রানের ইনিংস খেলে। দয়ালান হেমলতা ৯ রানে ফিরলেও ভারতকে জিতিয়েছেন হারমানপ্রীত ও রিচা।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। দিলারা আক্তার দোলা ও মুর্শিদা খাতুনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৪৬ রান তোলে স্বাগতিকরা। ৯ রান করা মুর্শিদার পর ফিরেছেন দারুণ ব্যাটিং করা দিলারাও। রেনুকা সিংয়ের লেগ সাইড দিয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে পুশ করতে গিয়ে উইকেটকিপার রিচা ঘোষকে ক্যাচ দিয়েছেন ২৭ বলে ৩৯ রান করা এই ওপেনার।

তিনে নেমে খানিকটা দেখেশুনে খেলছিলেন নিগার সুলতানা। তবে প্রত্যাশিতভাবে দ্রুত রান তুলতে পারছিলেন তিনি। বাংলাদেশের অধিনায়কের মতো ব্যাটিং করেছেন সোবহানা মোস্তারি। যার ফলে বড় পুঁজির আশা জাগলেও নিগার সুলতানার ২৮ এবং সোবহানার ১৫ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে বাংলাদেশ। ভারতের হয়ে দুটি উইকেট নিয়েছেন রাধা যাদব।