আইপিএল

মুস্তাফিজের খরুচে বোলিং, লক্ষ্ণৌয়ের কাছে পাত্তাই পেল না চেন্নাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:35 শুক্রবার, 19 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে পাত্তাই পায়নি চেন্নাই সুপার কিংস। ১৭৭ রানের বড় লক্ষ্য দিয়েও বোলারদের ব্যর্থতায় ৮ উইকেটে ম্যাচ হেরেছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। ব্যাট হাতে লক্ষ্ণৌকে পথ দেখিয়েছেন অধিনায়ক লোকেশ রাহুল। তার ৫৩ বলে ৮২ রানের ইনিংসে ভর করেই বড় জয় নিশ্চিত করে তারা।

এ ছাড়া উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক করেন ৪৩ বলে ৫৪ রান। এই ম্যাচে খরুচে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে খরচা করেছেন ৪৩ রান। তবে তৃতীয় ওভারে এসে ডি ককের উইকেট তুলে নেন তিনি। মুস্তাফিজের শর্ট লেংথের বলে জায়গা করে নিয়ে খেলতে চেয়েছিলেন ডি কক।

যদিও ব্যাটে-বলে করতে পারেননি। বল ব্যাটারের গ্লাভসে হালকা ছুঁয়ে জমা পড়ে উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির হাতে। ফলে রাহুলের সঙ্গে তার ১৩৪ রানের জুটি ভাঙে। নিজের শেষ ওভার করতে এসে রাহুলকে ফিরিয়েছেন মাথিশা পাথিরানা।

এই লঙ্কান পেসারের অফ স্টাম্পের বাইরে বলে স্কয়ার দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন রাহুল। তবে তাকে ব্যাকওয়ার্ড পয়েন্টে ডাইভ দিয়ে দারুণ এক ক্যাচে ফেরান রবীন্দ্র জাদেজা। এরপর লক্ষ্ণৌকে আর কোনো বেগ পেতে দেননি নিকোলাস পুরান ও মার্কাস স্টইনিস। দুজনে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি চেন্নাই। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। মহসিন খানের ফুল লেংথ ডেলিভারিতে অফ ড্রাইভ করেছিলেন রাচিন রবীন্দ্র। কিন্তু বল ইনসাইড এজ হয়ে আঘাত হাতে স্টাম্পে। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরতে হয় চেন্নাইয়ের ওপেনার। তিনে নেমে আজিঙ্কা রাহানে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন রুতুরাজ। তবে তাদের দুজনের জুটি বড় হতে দেননি ইয়াশ ঠাকুর।

ডানহাতি এই পেসারের অফ স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ড্রাইভ করেছিলেন রুতুরাজ। এজ হয়ে উইকেটের পেছনে থাকা রাহুলের গ্লাভসবন্দী হলে চেন্নাইয়ের অধিনায়ককে ফিরতে হয় ১৭ রান। জাদেজাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন রাহানে। যদিও পাওয়ার প্লে শেষ হওয়ার পর ফিরতে হয় তাকেও। ক্রুনাল পান্ডিয়ার লেংথ ডেলিভারিতে ব্যাকফুটে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছে।

ভালো শুরু করা রাহানেকে ফিরতে হয় ৩৬ রানে। পাঁচে নেমে সুবিধা করতে পারেননি শিভাম দুবে। দারুণ ছন্দে থাকা বাঁহাতি এই ব্যাটারকে ফিরিয়েছেন মার্কাস স্টইনিস। অস্ট্রেলিয়ার এই পেসারের বলে উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হয়ে ফিরতে হয় রাহুলের গ্লাভসে ক্যাচ দিয়ে, ৩ রানে। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রাহানের ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে নামা সামির রিজভীও। ৫ বল থেকে করেছেন মাত্র ১ রান।

এদিকে অন্যদের আসা-যাওয়ার মাঝে চারে নেমে হাফ সেঞ্চুরি করেছেন জাদেজা। মহসিনের বলে লং অনের উপর দিয়ে ছক্কা মেরে ৩৪ বলে পঞ্চাশ ছুঁয়েছেন। যদিও দীপক হুদা ক্যাচ নিলে হাফ সেঞ্চুরির আগেই ফিরতে হতো তাকে। ইনিংসের ১৮তম ওভারে এসে জ্বলে উঠেন মঈন। রবি রবি বিষ্ণইয়ের টানা তিন বলে তিন ছক্কা মারার পরের বলে আউট হয়েছেন বাদোনির হাতে ক্যাচ দিয়ে।

ইংলিশ অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে ২০ বলে ৩০ রান। শেষ দিকে ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলেছেন ধোনি। সমান দুটি করে ছক্কা এবং চারে মাত্র ৯ বলে ২৮ রান করেছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়ক। এদিকে ৪০ বলে ৫৭ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জাদেজা। তাদের দুজনের ব্যাটার ওপর ভর করে ৬ উইকেটে ১৭৬ রানের পুঁজি পায় চেন্নাই। লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন ক্রুনাল।