যুক্তরাষ্ট্র ক্রিকেট

যুক্তরাষ্ট্রের হেড কোচের দায়িত্বে স্টুয়ার্ট ল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:37 বৃহস্পতিবার, 18 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

যুক্তরাষ্ট্রের হেড কোচের দায়িত্ব পেলেন স্টুয়ার্ট ল। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে হেড কোচ বানানোর ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশকেই প্রতিপক্ষ হিসেবে পেলেন বাংলাদেশের সাবেক এই কোচ।

ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। ইতোমধ্যেই জানা গেছে সূচিও।

আগামী ২১ মে শুরু হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সিরিজটি। পরের দুটি ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। সিরিজের ভেন্যু টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবারই প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের আগেই পুরোদমে কাজ শুরু করবেন ল।

দায়িত্ব পেয়ে ল বলেন, ‘এ সময়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যোগ দিতে পারা রোমাঞ্চকর ব্যাপার। যুক্তরাষ্ট্র অন্যতম শক্তিশালী সহযোগী দেশ। আমি বিশ্বাস করি, সামনে আমরা একটা ভয়ংকর দল গঠন করতে পারব। বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি নেওয়াই হবে প্রথম কাজ, এরপর ঘরের মাঠে বিশ্বকাপে লক্ষ্য ঠিক করতে হবে, যেটা অনেক বড় বিষয়।’

যুক্তরাষ্ট্রের ক্রিকেটে ল'য়ের মতো অভিজ্ঞ কোচকে পেয়ে রোমাঞ্চিত দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ভেনু পিসিকি। তিনি বলেন, ‘স্টুয়ার্ট প্রসিদ্ধ একজন কোচ। তার যোগ দেওয়া দলকে সামর্থ্যের পুরোটা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’

এর আগে ২০১১-১২ মৌসুমে বাংলাদেশের হেড কোচের দায়িত্বে ছিলেন ল। তার হাত ধরেই ২০১২ সালে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। এমনকি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ল।

এ ছাড়া ২০১৭–১৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচের দায়িত্ব পালন করেন ল। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এমনকি অস্ট্রেলিয়ার ক্রিকেটের সঙ্গেও যুক্ত ছিলেন ল।