আইপিএল

অরোরা-বরুণদের দাপটের পর সল্টের ঝড়ে কলকাতার সহজ জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:34 সোমবার, 29 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে পাত্তাই দিলো না কলকাতা নাইট রাইডার্স। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ফিল সল্টের ঝড়ো ইনিংসে অনায়াস জয় পেল দলটি। ইডেন গার্ডেন্সে সাত উইকেটে পাওয়া জয় নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান পোক্ত করল শ্রেয়াস আইয়ারের দল।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে'তেই ৭৯ রানের জুটি গড়েন কলকাতার দুই ওপেনার সল্ট এবং সুনীল নারিন। আসরে দুর্দান্ত ফর্মে থাকা নারিন অবশ্য এই ম্যাচে সুবিধা করতে পারেননি। ১০ বলে ১৫ রান করে পাওয়ার প্লে'র পর প্রথম বলেই ফিরে যান তিনি।

ম্যাচে অক্ষর প্যাটেলের প্রথম বলেই ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন ক্যারিবিয়ান এই ওপেনার। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে সল্টকেও ফেরান এই স্পিন বোলিং অলরাউন্ডার। ৩৩ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৬৮ রান করা সল্টকে বোল্ড করে ফেরান তিনি।

এ দিন তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি রিঙ্কু সিং। ১১ বলে ১১ রান করে লিজার্ড উইলিয়ামসের বলে ফিরে যান তিনি। কলকাতাকে জয়ের বন্দরে পৌঁছে দেন শ্রেয়াস এবং ভেঙ্কটেশ আইয়ার। ২১ বল হাতে রেখে পাওয়া জয়ে শ্রেয়াস ২৩ বলে ৩১ এবং ভেঙ্কটেশ ২৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে স্বস্তি পায়নি দিল্লি। পাওয়ার প্লে'র মধ্যেই তিন উইকেট হারায় দলটি। প্রথম স্পেলে দারুণ বোলিং করেন ভৈরব অরোরা। তার গুড লেংথের বল ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক সল্টের মুঠোয় ক্যাচ দেন পৃথ্বী শ। ৭ বলে ১৩ রান করেন তিনি।

নিজের দ্বিতীয় ওভারে তিন বলে ছয় রান করা শাই হোপকে বোল্ড করেন অরোরা। মাঝের ওভারে বিপজ্জনক জেক ফ্রেজার-ম্যাকগার্ককে বিদায় করেন মিচেল স্টার্ক। ফলে ৭ বলে ১২ রানে ফিরে যেতে হয় অজি এই ওপেনারকে।

ঋষভ পান্তের ব্যাটে সম্ভাবনা জাগালেও সেভাবে কিছুই করতে পারেনি দিল্লি। ২০ বলে ২৭ রান করে বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে ফিরে যান পান্ত। শেষদিকে পাঁচটি চার ও একটি ছক্কায় ২৬ বলে ৩৫ রানের ক্যামিও খেলে দলকে দেড়শ পার করান কুলদিপ যাদব। কলকাতার হয়ে তিনটি উইকেট নেন বরুন। দুটি করে উইকেট নেন অরোরা এবং হারশিত রানা।