আইপিএল

সাঙ্গাকারার এক কথাতেই বদলে গেছেন বাটলার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:38 বুধবার, 17 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুরুটা ভালো ছিল না জস বাটলারের। প্রথম তিন ইনিংসে ১১, ১১ ও ১৩ রান করে আউট হয়ে গিয়েছিলেন তিনি। পরের তিন ইনিংসে মধ্যে দুটিতেই সেঞ্চুরি। দুই ম্যাচেই অপরাজিত থেকে ইনিংস শেষ করেছেন।

বাটলারের সঙ্গে ফর্মের তুঙ্গে রয়েছে রাজস্থান রয়্যালসও। ৭ ম্যাচ খেলে ৬টিতেই জয় তুলে নিয়েছে তারা। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রায় একাই রাজস্থানকে ম্যাচ জিতিয়েছেন বাটলার। কলকাতার ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রাজস্থান।

যদিও একপ্রান্ত আগলে রেখে দলের রান এগিয়ে নিয়েছেন তিনি। কখনও রায়ান পরাগ, কখনও রভম্যান পাওয়েলদের নিয়ে রানের চাকা সচল রেখেছেন এই ইংলিশ ব্যাটার। মাত্র ৫৫ বলে পেয়েছেন এবারের আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরি। তাতে দলও জিতেছে ২ উইকেটের ব্যবধানে।

বাটলার জানিয়েছেন নিজের প্রতি আত্মবিশ্বাসের কারণেই এমন ইনিংস খেলতে পেরেছেন তিনি। যখন শুরুর দিকে ব্যর্থ হচ্ছিলেন বাটলার নিজেকেই আশ্বাস দিচ্ছিলেন 'এমনটা হতেই পারে'। এই মন্ত্রেই সাফল্যের খোঁজ পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বাটলার বলেছেন, ‘নিজের উপর আত্মবিশ্বাস রাখাটাই এদিন আসল কাজটা করে দিয়েছে। আমি টুর্নামেন্টের প্রথম দিকে ব্যাটিংয়ে ছন্দ পাচ্ছিলাম না। ধীরে ধীরে আমি সেটা ফিরে পাই। এটা যখন হয়, তখন মাঝে মাঝে হতাশ হয়ে যাই বলে মনে হয়। তখন নিজেই নিজেকে প্রশ্ন করি। আমি নিজেকে বলি, এটা হতে পারে। চিন্তার কারণ নেই।'

এ ক্ষেত্রে ধোনি-কোহলিদের অনুসরণ করেছেন স্বীকার করে বাটলার বলেন, 'আইপিএল চলাকালীন এমন অনেক ঘটনার সাক্ষী থাকতে পারেন, যার কোনো যুক্তি নেই। ধোনি, কোহলির মতো ক্রিকেটাররা ম্যাচে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকে। নিজেদের ক্ষমতার উপর বিশ্বাস রাখে। আমি সেই ভাবেই আত্মবিশ্বাস ধরে রেখেছি।’

রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে নিযুক্ত আছেন কুমার সাঙ্গাকারা। তিনি বাটলারকে পরামর্শ দিয়েছিলেন ম্যাচ শেষ করে আসার জন্য। সেটাই কাজে লাগিয়েছেন তিনি। বাটলার এই ইনিংসটাকেই আইপিএলে নিজের সেরা ইনিংস মানছেন।

নিজের ইনিংসটির ব্যাখ্যা দিয়ে বাটলার বলেন, ‘আমাকে সাঙ্গাকারা এই কথাটিই (শেষ পর্যন্ত টিকে থাকা) বলেছে। সাঙ্গাকারা এটাও বলেছে যে, একটা ব্রেকিং পয়েন্ট পেলেই চিত্র আবার বদলে যাবে। আমাকে উইকেটে টিকে থাকতে বলেছিল সাঙ্গাকারা। কারণ একটা জায়গায় এসে মোমেন্টাম বদলাবেই। আমার সেটাই মনে হচ্ছে (আইপিএলে সেরা ইনিংস)। তবে বিষয়টি আমাকে খুব স্বস্তি দিয়েছে।’