আইপিএল

ব্যাটার না হওয়ায় আফসোস করছেন কামিন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:05 মঙ্গলবার, 16 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

মাত্র ১৯ দিন আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিন উইকেটে ২৭৭ রান করে বিশ্বরেকর্ড গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তিন উইকেটে ২৮৭ রান করে নিজেদের সেই বিশ্বরেকর্ডটি ভাঙল তারা। রানবন্যার দুটি ম্যাচই খুব কাছ থেকে দেখেছেন প্যাট কামিন্স। ব্যাটার না হওয়ায় আফসোস করছেন হায়দরাবাদের অধিনায়ক।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এ দিন সেঞ্চুরি পেয়েছেন ট্রাভিস হেড। ৪১ বলে তার ১০২ রানের ঝড়ো ইনিংসের সঙ্গে অভিষেক শর্মার ২২ বলে ৩৪, হেনরিখ ক্লাসেনের ৩১ বলে ৬৭, এইডেন মার্করামের ১৭ বলে অপরাজিত ৩২ এবং আব্দুল সামাদের ১০ বলে অপরাজিত ৩৭ রানের সৌজন্যে স্কোরবোর্ডে রেকর্ড পুঁজি পায় হায়দরাবাদ।

পরে অবশ্য বেঙ্গালুরুর ব্যাটাররাও হাত খুলে খেলেছেন। দীনেশ কার্তিকের ৩৫ বলে ৮৩, ফাফ ডু প্লেসির ২৮ বলে ৬২ এবং বিরাট কোহলির ২০ বলে ৪২ রানের সৌজন্যে সাত উইকেটে ২৬২ রান করে বেঙ্গালুরু। তারপরেও বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট এ দিন ৪৩ রানে তিন উইকেট নেয়া কামিন্স।

ম্যাচ শেষে কামিন্স বলেন, 'মনে হচ্ছে আমি যদি ব্যাটার হতাম। কয়েক সপ্তাহ আগে মুম্বাইতে যা হয়েছে, তারপর আমার মন হয়েছে এটা আর হবে না। কিন্তু এটা (রানবন্যা) আবারও হয়েছে। দয়া করে আমাকে আরও কয়েকটা বছর খেলতে দিন (বোলারদের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার প্রশ্নে)।'

'মনে হচ্ছে এক ওভারে ৭-৮ রান দেয়াটাও দারুণ ব্যাপার। আমি এসব উইকেট পড়া বন্ধ করে দিয়েছি। তবে আমি আমাদের খেলা নিয়ে দারুণ খুশি। চতুর্থ জয়টি এলো। যে স্বাধীনতা নিয়ে আমাদের ব্যাটাররা খেলতে নামে সেটা দারুণ। আমাদের বোলাররাও তাদের কাজ ভালোভাবে করেছে।'

ষষ্ঠ ম্যাচে এটি হায়দরাবাদের চতুর্থ জয়। আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে দলটি। কেবল কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরেছে হায়দরাবাদ।