ডিপিএল

শুভাগতর দুর্দান্ত বোলিং আর তুষারের সেঞ্চুরিতে জিতল মাশরাফির রূপগঞ্জ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:25 সোমবার, 15 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ। গাজী টায়ার্সকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে শুভাগত হোম এবং আব্দুল হালিমদের দারুণ বোলিংয়ে মাত্র ১৫০ রানে গুটিয়ে দেয় রূপগঞ্জ। পরে তাওফিক খান তুষারের ঝড়ো সেঞ্চুরিতে ম্যাচটি তারা জিতেছে মাত্র ১৯.২ ওভারে।

সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শুরুটা অবশ্য ভালোই করেছিল গাজী টায়ার্স। ওপেনিং জুটিতে দলটি তোলে ৪১ রান। ১৭ বলে ২৬ রান করা মহব্বত হোসেন রোমানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শুভাগত হোম চৌধুরী।

তিনে নেমে ২৪ বলে ৯ রান করা আশিকুর রহমান শিবলিকেও বোল্ড করেন শুভাগত। দলীয় ৭০ রানে আরেক ওপেনার ইফতিখার হোসেন ইফতির উইকেট হারায় গাজী টায়ার্স। নিজের পরের ওভারেই ৪৩ বলে ৩০ রান করা ইফতিকে ফেরান শভাগত।

শর্ট থার্ড ম্যাচ অঞ্চলে মাশরাফির দারুণ একটি ক্যাচে মাঠ ছাড়েন গাজীর হয়ে সর্বোচ্চ রান করা ইফতি। দলীয় একশ রানের আগে আরও তিনটি উইকেট হারায় দলটি। ২২ বলে নয় রান করা আশিক জামানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন শামিম পাটোয়ারি।

শুভাগতর বলে ২৪ বলে ১৩ রান করা আশরাফুল আলম আসিফের ক্যাচটি নেন উইকেটরক্ষক ইমরানউজ্জামান। অধিনায়ক তাহজিবুল ইসলামকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন মাশরাফি। দলীয় ১১০ রানে ২২ বলে ১২ রান করা শামিম মিয়াকে বোল্ডও করেন মাশরাফি।

শেষদিকে ইফতেখার সাজিদ করেন ২০ রান। ৪৪.২ ওভার ব্যাট করে মাত্র ১৫০ রানে শেষ হয় গাজী টায়ার্সের ইনিংস। শুভাগত নেন ৩০ রান খরচায় চার উইকেট। দুটি করে উইকেট নেন মাশরাফি এবং আব্দুল হালিম।

জবাবে ব্যাটিং করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ম্যাচটি জিতে নেয় রূপগঞ্জ। ওপেনার তাওফিক হাঁকান দুর্দান্ত সেঞ্চুরি। ৬৬ বলে ১১৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ইনিংসটিতে ছিল ১২টি চার এবং আটটি ছক্কার মার।তুষারের সঙ্গে ৩৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন সাদমান খান।