আইপিএল

রুতুরাজের চোখে ধোনি এখনও 'তরুণ' উইকেটকিপার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:00 সোমবার, 15 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

২০১১ সালে এই ওয়াংখেড়েতেই ধোনির এক ছক্কায় বিশ্বকাপের স্বাদ পেয়েছিল ভারত। ১৩ বছর আগে নুয়ান কুলাসেকারাকে মারা ধোনির সেই ছক্কা ভারতের ২৮ বছরের অপেক্ষা ঘুচিয়েছিল। সেই স্মৃতি আবারও ওয়াংখেড়েতে ফিরিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

একটি নয় টানা ৩টি ছক্কা মেরে চেন্নাই সুপার কিংসের সংগ্রহ দুশ পার করে নেন ধোনি। তিনি যখন ব্যাটিংয়ে নামেন তখন ইনিংসে মাত্র ৪ বল বাকি। চেন্নাইয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান। হার্দিক পান্ডিয়ার করা শেষ চার বলে ধোনি টানা তিন ছক্কা হাঁকান। শেষ বলে ২ রান নিয়ে ইনিংস শেষ করেন। তাতেই ২০৬ রানের সংগ্রহ পায়।

খরুচে শেষ ওভারের পর হার্দিক পান্ডিয়াকে ধুঁয়ে দিয়েছেন সুনীল গাভাস্কার। তিনি স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে বলেছেন, ‘অনেক দিন পর এত বাজে ডেথ বোলিং দেখলাম। সাদামাটা বোলিং, সাদামাটা অধিনায়কত্ব। চেন্নাইকে ১৮৫ রানের মধ্যে আটকে রাখা উচিত ছিল।’

ধোনির সেই ২০ রানই মূলত ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। কারণ চেন্নাই ম্যাচ জিতেছে সেই ২০ রানেই। ধোনিকে তরুণ উইকেটরক্ষক ব্যাটার আখ্যা দিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তার মতে যেকোনো দলই শেষদিকে ১০-১৫ রান অতিরিক্ত চাইবে। ধোনি সেই চাহিদাই পূরণ করেছেন।

ম্যাচ শেষে রুতুরাজ বলেন, ‘আমাদের “তরুণ” উইকেটকিপার নিচের দিকে তিনটি ছক্কা মেরে অনেক সহায়তা করেছে। আমার মনে হয় সেটিই পার্থক্য গড়ে দিয়েছে। ম্যাচের শুরুতে আপনি এমন মাঠে ১০-১৫ রান অতিরিক্ত চাইবেন।’

মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছেন লক্ষ্য তাদের নাগালের বাইরে ছিল না। তবে চেন্নাইয়ের স্মার্ট পরিকল্পনাই তাদের পিছিয়ে দিয়েছে। তিনিও ধোনিকে ইঙ্গিত করে বলেছেন, ‘স্টাম্পের পেছনে তাদের এক লোক আছে, যিনি বলে দিচ্ছিলেন কী কাজে দিচ্ছে এখানে। বল একটু উইকেটে ধরছিল এবং তারা এতেই ম্যাচে একটু এগিয়ে গেছে।’