আইপিএল

মুস্তাফিজের ক্যাচের প্রশংসায় গিলক্রিস্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:43 সোমবার, 15 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত একাই লড়েছেন রোহিত শর্মা। উপহার দিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২০ রানে হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।

এই ম্যাচে বেশ খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে তিনি খরচা করেছেন ৫৫ রান। তবে নিয়েছেন একটি উইকেট। এ ছাড়া মাথিশা পাথিরানার বলে ডিপ থার্ডম্যান সীমানায় দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন মুস্তাফিজ। প্রথম চেষ্টায় লাফিয়ে বল মুঠোয় জমান মুস্তাফিজ।

যদিও বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন দেখে বল উপরে ছুঁড়ে সীমানার ভেতরে ফিরে আবারও বল মুঠোবন্দি করেন তিনি। তাতেই ০ রানে ফিরতে হয় সূর্যকুমার যাদবকে। একই ওভারের প্রথম বলে পাথিরানা আউট করেছিলেন মুম্বাইয়ের ওপেনার ইশান কিশানকে।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন ওই এক ওভারেই খেলার মোমেন্টাম ঘুরে গেছে। বিশেষ করে মুস্তাফিজের ক্যাচের দারুণ প্রশংসা করেছেন সাবেক এই অজি উইকেটরক্ষক ব্যাটার। এ প্রসঙ্গে তিনি বলেন, 'মুস্তাফিজের ক্যাচটা দারুণ ছিল। ওই এক ওভারে দুই উইকেট যাওয়ায় মোমেন্টাম ঘুরে গেছে।'

এই ম্যাচে ৪ উইকেট নিয়ে মুম্বাইয়ের ব্যাটিং অর্ডার প্রায় একাই গুঁড়িয়ে দিয়েছেন পাথিরানা। মাত্র ২৭ রান খরচায় এই পেসার নিয়েছেন ৪ উইকেট। খরুচে বোলিং করলেও মুস্তাফিজ পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছেন বলে মনে করেন সাবেক কিউই ক্রিকেটার সাইমন ডুল।

এই ক্রিকেট বিশ্লেষক বলেছেন, 'চেন্নাইয়ের বোলাররা দারুণ করেছে৷ বিশেষ করে শার্দুলের ১৫তম ওভার, মাত্র দুটি রান দিয়েছে। দেখুন,একটা সময় মুস্তাফিজ ওয়াইড দিচ্ছিলো কিন্তু পেছন থেকে ধোনি হাত তালি দিচ্ছিলো। আপনাকে বুঝতে হবে ওয়াইড গেলেও তারা তাদের প্ল্যান থেকে সরে আসেনি। ওয়াইড যাবে এটা জানতো তারা তবুও পরিকল্পনাতে স্থির ছিল।'

আইপিএলের এবারের আসরটা বেশ ভালোই কাটছে মুস্তাফিজের। এরই মধ্যে ৫ ম্যাচ খেলে ৯.১৫ ইকোনোমিতে শিকার করেছেন ১০ উইকেট। যুক্তরাষ্ট্রের ভিসার কাজে দেশে ফেরার কারণে একটি ম্যাচে খেলা হয়নি বাঁহাতি এই পেসারের। নাহলে উইকেট সংখ্যা আরও বাড়তে পারত তার।