সাউথ আফ্রিকা ক্রিকেট

বিশ্বকাপের ৮ ভেন্যুর নাম প্রকাশ করল সাউথ আফ্রিকা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:58 শনিবার, 13 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। ৫০ ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হতে বছর তিনেক বাকি থাকলেও ৮ ভেন্যুর নাম প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকির বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে নিউজ ২৪।

আইসিসির নিয়ম অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১০টি ভেন্যুতে চূড়ান্ত করতে হয়। যেখানে ৮টি ভেন্যুর নামই প্রকাশ করেছে সাউথ আফ্রিকা। সবগুলো ভেন্যুই তাদের দেশে। অর্থাৎ বাকি দুইটি কিংবা তার অধিক ভেন্যুগুলোর নাম জানাবে জিম্বাবুয়ে এবং নামিবিয়া। যার ফলে প্রত্যাশার চেয়ে কম ম্যাচ পাবে সহ আয়োজক দেশ দুটি।

বিশ্বকাপের জন্য প্রকাশিত ৮ ভেন্যুর মাঝে রয়েছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, কেপটাউনের নিউল্যান্ডস, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক, ডারবানের কিংসমিড, কেবের্হার সেন্ট জর্জের পার্ক, পার্লের বোল্যান্ড পার্ক, ব্লুমফন্টেইনের স্প্রিংবক পার্ক, ইস্ট লন্ডনের বাফেলো পার্ক।

যদিও বেনোনি, জেবি মার্কস ওভাল এবং ডায়মন্ড ওভালের মতো বেশ কয়েকটি জনপ্রিয় ভেন্যু বাদ পড়েছে তালিকা থেকে। এমনটার ব্যাখ্যাও অবশ্য দিয়েছেন মোসেকি। দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন বিমানবন্দর থেকে দূরত্ব ও হোটেল রুমের সহজলভ্যতা বিবেচনায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

আয়োজক হওয়ায় সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। সহ আয়োজক হলেও নামিবিয়াকে খেলতে হবে বাছাই পর্ব পেরিয়ে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা আটটি দল বিশ্বকাপের টিকিট পাবে সরাসরি। বাকিরা আসবে বাছাই পর্ব।

২০২৭ সাল থেকে শুরু হচ্ছে ১৪ দলের বিশ্বকাপ। দুটি গ্রুপে ভাগ করা হবে সবগুলো দলকে। যেখানে প্রতিটি গ্রুপে থাকবে সাতটি করে দল। সেখান থেকে প্রতি গ্রুপের তিনটি করে দল জায়গা করে নেবে সুপার সিক্সে। এরপর ছয় দল থেকে সেমিফাইনাল যাবে চারটি দল। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা রয়েছে বিশ্বকাপের আগামী আসর।