নিউজিল্যান্ড - ইংল্যান্ড সিরিজ

তিন ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:30 মঙ্গলবার, 09 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বছরের শেষ দিকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে ইংল্যান্ড। বেন স্টোকসের দলের বিপক্ষে তিন ভেন্যুতে তিনটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। সিরিজের সূচি প্রকাশ করে এক বিবৃতিতে ভেন্যুর নাম জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ঘরের মাঠে আগামী মৌসুম শুরু হবে নিউজিল্যান্ডের। ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে, ২৮ নভেম্বর থেকে। দ্বিতীয় টেস্ট হবে ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে। সেই ম্যাচটি শুরু হবে ৬ ডিসেম্বর থেকে।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর থেকে হ্যামিল্টনের সিডন পার্কে। সিরিজটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ব্রেন্ডন ম্যাককালামের অধীনে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ইংল্যান্ড।

যদিও সেটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে রেকর্ড ভিউয়ারশিপের প্রত্যাশা করছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এক বিবৃতি প্রধান নির্বাহী স্কট ওয়েনিক বলেন, ‘আগের গ্রীষ্মের সঙ্গে এবার পার্থক্য আছে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য মানুষের আগ্রহ অনেক বেশি থাকবে এবং এটি সবচেয়ে বেশি ভিউয়ারশিপ দেবে।’

আগামী গ্রীষ্মে কেবল ইংল্যান্ডের সঙ্গেই টেস্ট খেলবে নিউজিল্যান্ড। এর আগে অবশ্য দেশের বাইরে গিয়ে খেলতে হবে তাদের। যেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি, শ্রীলঙ্কার বিপক্ষে দুটি এবং ভারতের মাটিতে তিনটি ম্যাচ খেলবে কিউইরা। তিনটি সিরিজই হবে সেপ্টেম্বর-অক্টোবরে।

ভবিষ্যত সূচি অনুযায়ী ২০২৫-২৬ মৌসুমে ঘরের মাঠে মাত্র দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। সেই সময় কিউইদের এখানে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে বছরের শেষ দিকে চূড়ান্ত করা হবে ২০২৪-২৫ মৌসুমের সূচি। যেখানে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলবে তারা।