পাকিস্তান-আয়ারল্যান্ড-ইংল্যান্ড সিরিজ

পাকিস্তান দলে ফিরলেন হাসান-রউফ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:13 বৃহস্পতিবার, 02 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কদিন পরেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য স্কোয়াড এখনও ঘোষণা করেনি পাকিস্তান। জানা গেছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দল থেকেই বেঁছে নেয়া হবে ১৫ জনকে।

বিশ্বকাপের দল ঘোষণার জন্য ২৪ মে পর্যন্ত সময়সীমা রয়েছে। ফলে বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে তাড়াহুড়ো করতে চায় না পিসিবি, আগামি ২২ মে লিডসে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড ও পাকিস্তান। এরপরই বিশ্বকাপের দল ঘোষণা করবে পাকিস্তান।

পাকিস্তান দলে ফিরেছেন হারিস রউফ, হাসান আলী ও সালমান আঘা। দলে জায়গা হয়নি উসামা মীর ও জামান খানের। চোটের কারণে আজম খান ও হারিস রউফ ছিলেন না সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে।

নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল মোহাম্মদ রিজওয়ান ও ইরফান খানকে। দুজনেই জায়গা পেয়েছেন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দলে। হাসান আলীকে দলে ফেরানো হয়েছে অভিজ্ঞতা ও সর্বশেষ পিএসএলে দারুণ পারফরম্যান্সের কারণে।

আগামী ১০ মে থেকে শুরু হবে পাকিস্তান আয়ারল্যান্ড সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ মে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজ শুরু হবে ২২ মে। সিরিজের বাকি তিন ম্যাচ হবে যথাক্রমে ২৫, ২৮ ও ৩০ মে।

পাকিস্তান স্কোয়াড-

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, ফখর জামান, ইরফান খান, ইফতিখার আহমেদ, উসমান খান, আজম খান (উইকেটরক্ষক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, হাসান আলী ও সালমান আঘা।