আইপিএল

আইপিএল শেষ মুজিবের, প্রসিধের বদলি মহারাজকে নিল রাজস্থান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:11 বৃহস্পতিবার, 28 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলা হচ্ছে না রাজস্থান রয়্যালসের পেসার প্রসিধ কৃষ্ণার। এই পেসার বেশ কিছুদিন ধরেই হাঁটুর চোটে ভুগছেন। এ কারণে তাকে অস্ত্রোপচার করাতে হচ্ছে। ফলে বাধ্য হয়েই তার বিকল্প হিসেবে কেশভ মহারাজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 

মহারাজ সাউথ আফ্রিকার তিন ফরম্যাটের দলেরই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। প্রোটিয়াদের হয়ে ৫০টি টেস্ট, ৪৪টি ওয়ানডে ও ২৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন মহারাজ। 

ডারবান সুপার জায়ান্টসের হয়ে এসএ টোয়েন্টি আর ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতিয়েছেন তিনি। এসএ টোয়েন্টিতে ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে এক মাস আগে থেকেই অনুশীলন শুরু করেছিলেন তিনি।

এদিকে আইপিএলে খেলা হচ্ছে না আফগান স্পিনার মুজিব উর রহমানের। তিনি পুরো আসর থেকেই ছিটকে গেছেন। তার বদলি হিসেবে আরেক আফগান আল্লাহ গাজানফারকে দলে নিয়েছে কলকাতা। এই বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা।

গাজানফার নিজেও একজন মিস্ট্রি স্পিনার। এই মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছে তার। অবশ্য দুই ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এই আফগান স্পিনার।

এবার আইপিএলের দরজাও খুলে গেল তার। গাজানফার এরই মধ্যে ছয়টি প্রথমশ্রেনির ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। তাকে বেস প্রাইজ ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা। কদিনের মধ্যেই কলকাতা দলের সঙ্গে তার যোগ দেয়ার কথা রয়েছে।